হোম > খেলা > ক্রিকেট

জাকের-জাকিরকে বাদ দিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। ছবি: বিসিবি

শারজায় আজ শুরু হলো বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বিস্ফোরক ওপেনার সেদিকউল্লাহ আতালের।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ব্যাটিংয়েও পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রিশাদের। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ।

ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তিনে সেক্ষেত্রে ব্যাটিং করবেন অধিনায়ক শান্ত। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়। সৌম্যও খণ্ডকালীন পেসারের দায়িত্ব পালন করতে পারেন। একাদশে জায়গা হয়নি জাকির হাসান ও জাকের আলী অনিকের। যেখানে জাকির তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। জাকের এখনো ওয়ানডেতে কোনো ম্যাচ খেলেননি।

আফগানিস্তান দলে অভিষিক্ত সেদিকউল্লাহর সঙ্গে ওপেনিংয়ে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।

বাংলাদেশের একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম

আফগানিস্তানের একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদ্দিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে, ফজল হক ফারুকি

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান