হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে আফগানিস্তানের দুর্দান্ত শুরু

শেষ ৩ ওভারে জিততে শ্রীলঙ্কার দরকার ছিল ৩৪ রান, হাতে ৪ উইকেট। ১৩ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে উইকেটে ছিলেন আহান বিক্রমাসিংহে। তারপরও ম্যাচটি আফগানিস্তানের কাছে ১১ রানে হেরেছে শ্রীলঙ্কা। শেষ ১৪ রানে তারা হারিয়েছে ৪ উইকেট।

রোমাঞ্চকর ম্যাচে জিতে ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত শুরু পেল আফগানিস্তান ‘এ’ দল। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্র ১) টস জিতে আফগানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লঙ্কানরা। জুবাইদ আকবরি ও সেদেকুল্লাহ আতালের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ১৬৬ রান তোলে আফগানিস্তান। ১৬৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৩ ওভারে ১৫৫ রানে থেমে যায় শ্রীলঙ্কা ‘এ’ দলের ইনিংস। 

ওপেনিং জুটিতেই ভালো শুরু পায় আফগানিস্তান। দুই ওপেনার জুবাইদ ও সেদেকুল্লাহ ১৫.৫ ওভারে যোগ করেন ১৪২ রান। ৪৬ বলে ৮৩ রানে ফেরেন সাদেকুল্লাহ। ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ২টি চার। তারপর দ্রুত উইকেট হারাতে থাকে তারা। 

 ১৮ তম ওভারে ফেরেন আরেক ওপেনার জুবাইদও। ৫৪ বলে ৪টি চারে ৫৭ রান করেছেন তিনি। শেষ দিকে শারাফউদ্দিন আশরাফ করেছেন ১২ রান। লঙ্কান অলরাউন্ডার দুশান হেমন্ত একাই ২৩ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। 

জবাব দিতে নেমে ৩২ বলে ৫১ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক নুয়ানিদু ফার্নান্দো। মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কা। মূলত শেষ দিকে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় তারা। আফগানিস্তানের পেসার ফারিদুন দাউদজাই ৩টি, মোহাম্মদ গজনফর ও বিলাল সামি নিয়েছেন ২টি করে উইকেট।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ