Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

তবু আফগানদের কঠিন মনে হচ্ছে তাসকিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তবু আফগানদের কঠিন মনে হচ্ছে তাসকিনের

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আজ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট দল। তাসকিন আহমেদের এই টেস্টে খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে আফগানদের এই দলকে চ্যালেঞ্জিং মনে করছেন তাসকিন। 

আফগানিস্তানের ১৫ সদস্যের দলে নেই রশিদ খান ও নুর আহমাদের মতো তারকারা। পেসার-সমৃদ্ধ দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবু আফগানদের হালকাভাবে নিচ্ছেন না তিনি। আজ এক বোলিং ক্যাম্পের প্রোগ্রামে বাংলাদেশের এই পেসার বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান অনেক ভালো করছে। ওদের অনেক খেলোয়াড় বড় বড় লিগে ভালো করছে। তো আসলে চ্যালেঞ্জিং হবে। তো টেস্ট ক্রিকেটটা খেলতে পারলে আমরা ভালো করব বলে আশা করি।’ 

আইপিএল ও পিএসএলের পর এবার কাউন্টি ক্রিকেট থেকে আসা ইয়র্কশায়ারের প্রস্তাবেও ‘না’ করেছেন তাসকিন আহমেদ। এ সিদ্ধান্ত বিসিবির সঙ্গে আলোচনা করেই নেওয়ার কথা জানিয়েছেন এই পেসার। তবে দেশের হয়ে খেলা সৌভাগ্যের মনে করেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেছেন, ‘কাউন্টি ইয়র্কশায়ার থেকে ডাক এসেছিল। লম্বা মৌসুমের জন্য চেয়েছিল। কোচ ও ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে। ওয়ার্কলোড ও সবকিছু বিবেচনা করে তাঁরা চিন্তা করলেন, আমাকে লঙ্গার ভার্সনের জন্য দিবে না। (জাতীয় দলের) খেলাগুলো ভালো করতে পারলে, সুস্থ থাকলে পরে আরও সুযোগ আসবে।’ 

বিসিবি অবশ্য জানিয়েছে, বিশ্বকাপের কথা ভেবেই তাসকিনকে কাউন্টি যেতে দেওয়া হচ্ছে না। তবে বিসিবির যত্নে সন্তুষ্ট তাসকিন বললেন, ‘যেহেতু ক্রিকেট বোর্ডও আমার প্রতি অনেক যত্ন করছে। দেশের জন্য ক্রিকেট খেলাও ভাগ্যের ব্যাপার। ক্রিকেটার হিসেবে খেলোয়াড় হিসেবে একটু সেফ করার চেষ্টা করছে। আলহামদুল্লিলাহ আমার জন্য গর্বের। খেলোয়াড় হিসেবে দেশের হয়ে সব ম্যাচ যেন খেলতে পারি। ভবিষ্যতে ফ্রি টাইমে যেন লিগেও খেলতে পারি।’ 

বারবার ফ্র্যাঞ্চাইজিদের ‘না’ করার ফলেও খারাপ লাগা কাজ করে তাসকিনের আক্ষেপের সুরেই বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে কে না লিগ খেলতে চায়। এটাও চিন্তা করতে হবে যে জাতীয় দলের কমিটমেন্টের সময় কীভাবে যাই। আমি যেহেতু তিন ফরম্যাটে খেলছি, আলহামদুল্লিলাহ ওই সময়ে কঠিন হয়। যখন ফ্রি টাইমে থাকে, তখন খেলতে যেতে না পারলে খারাপ লাগে।’ 

সামনে সুযোগ পাবেন বলে বিশ্বাস তাসকিনের, ‘আশা করছি, এই জন্য ভবিষ্যতে সুযোগ আসবে। কখনো কখনো খারাপও লাগে। খুব ভালো লাগে এটাও মনে হয়। দুর্ভাগা মনে হয় না। নিজের কিছু ব্যক্তিগত অর্জনের জন্য লিগগুলোও খেলতে চাই। আশা করি, ভবিষ্যতে ফাঁকা সময়ে খেলব।’

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর

মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম

অভিমান থেকেই মুশফিকের অবসর

হঠাৎই মুশফিকের অবসর ঘোষণা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ভারতের ফাইনালের টিকিট এত তাড়াতাড়ি শেষ

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড