২০০৮ সালে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৬ মৌসুমে ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কত কিছুই না বদলেছে। টুর্নামেন্টের খেলার ধরন পাল্টেছে। নতুন অনেক ফ্র্যাঞ্চাইজি এসেছে। কারও কারও নাম বদলেছে। পরিবর্তনের স্রোতে গা ভাসাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই (আরসিবি) বা কেন বাদ যাবে?
আইপিএলের শুরুর মৌসুম থেকেই বিরাট কোহলি খেলছেন আরসিবির হয়ে। ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত ১৬ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটি খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামে। ২০২৪ আইপিএল থেকে ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী শহর বেঙ্গালুরুর নামের উচ্চারণেই ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে ফেলা হয়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গত রাতে ফ্র্যাঞ্চাইজিটির আনবক্স ইভেন্টে নাম পরিবর্তনের ঘোষণা আসে। অনুষ্ঠানে কোহলি, ফাফ ডু প্লেসির মতো তারকারা তো ছিলেনই। উপস্থিত ছিলেন ২০২৪ নারী প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) চ্যাম্পিয়ন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানাসহ আরও অনেকে। আরসিবি তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘এই শহরকে আমরা ভালোবাসি। ঐতিহ্য আমাদের। এখন সময় আমাদেরই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আপনাদের সামনে উপস্থাপন করছি।’
আরও পড়ুন: