Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

১৬ বছরে যা করেনি, এবার তাই করল কোহলিদের আইপিএল ফ্র্যাঞ্চাইজি 

ক্রীড়া ডেস্ক

১৬ বছরে যা করেনি, এবার তাই করল কোহলিদের আইপিএল ফ্র্যাঞ্চাইজি 

২০০৮ সালে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৬ মৌসুমে ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কত কিছুই না বদলেছে। টুর্নামেন্টের খেলার ধরন পাল্টেছে। নতুন অনেক ফ্র্যাঞ্চাইজি এসেছে। কারও কারও নাম বদলেছে। পরিবর্তনের স্রোতে গা ভাসাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই (আরসিবি) বা কেন বাদ যাবে? 

আইপিএলের শুরুর মৌসুম থেকেই বিরাট কোহলি খেলছেন আরসিবির হয়ে। ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত ১৬ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটি খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামে। ২০২৪ আইপিএল থেকে ‘র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী শহর বেঙ্গালুরুর নামের উচ্চারণেই ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে ফেলা হয়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গত রাতে ফ্র্যাঞ্চাইজিটির আনবক্স ইভেন্টে নাম পরিবর্তনের ঘোষণা আসে। অনুষ্ঠানে কোহলি, ফাফ ডু প্লেসির মতো তারকারা তো ছিলেনই। উপস্থিত ছিলেন ২০২৪ নারী প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) চ্যাম্পিয়ন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানাসহ আরও অনেকে। আরসিবি তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘এই শহরকে আমরা ভালোবাসি। ঐতিহ্য আমাদের। এখন সময় আমাদেরই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আপনাদের সামনে উপস্থাপন করছি।’ 

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২৩৭ ম্যাচে করেছেন ৭২৬৩ রান। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৭ সেঞ্চুরির রেকর্ডও ভারতীয় এই তারকা ব্যাটারের। তবে আইপিএলে এখনো পর্যন্ত শিরোপা জেতা হয়নি কোহলির। তিনবার ফাইনাল খেলে তিনবারই রানার্সআপ হতে হয়েছে তাঁদের। দেখা যাক, নাম বদলের সঙ্গে এবার তাদের ভাগ্যবদলও হয় কি না। 

 প্রথমবারেই বাজিমাত করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মেয়েরা। দিল্লি ক্যাপিটাসকে হারিয়ে নারী প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল) প্রথম শিরোপা জয়ের পর উচ্ছ্বাস আরসিবির। ছবি: ক্রিকইনফো  এবারের আইপিএলের আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। সেই সূচি অনুযায়ী ২২ মার্চ আরসিবি-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। ৭ এপ্রিল পর্যন্ত হবে ২১ ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচসহ এই সময়ে আরসিবি খেলবে পাঁচ ম্যাচ। 

আরও পড়ুন:

‘যদি কোনো দল ভারতকে হারাতে পারে, সেটা নিউজিল্যান্ডই’

ওয়ানডেতে শিরোপা-খরা ঘোচাতে চায় ভারত

ভারতকে পাল্টা চাপ দিতে প্রস্তুত নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল মানেই ভারতের হার

আইপিএল খেলার সুযোগ দেখছেন সাবেক পাকিস্তানি পেসার

কে হচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, যা বলছেন বিসিবি সভাপতি

পাপনের মতো ‘টার্গেট নেক্সট ওয়ার্ল্ডকাপে’ বিশ্বাসী নন বর্তমান বিসিবি সভাপতি

মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি

পাকিস্তান নিয়ে গাভাস্কারের মন্তব্য ‘একদমই ফালতু’ বললেন গিলেস্পি

ভারতকে সাফল্য এনে দিলেও কমছে রোহিত-কোহলির বেতন