হোম > খেলা > ক্রিকেট

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

ক্রীড়া ডেস্ক    

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। গত বছরের সেরা পারফরমারদের এই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ২০২৪ সালে সাত ওয়ানডেতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ৫.৩১ ইকোনমির পাশাপাশি বোলিং গড় ২৩.৯২।

২০২৪ সালে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিও তাসকিন। ৩৪ ইনিংসে নিয়েছেন ৬৩ উইকেট। উইজডেনের এই একাদশে টপ অর্ডারে রাখা হয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব, শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টিকে।

মিডল অর্ডারে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও উইন্ডিজের শেরফানে রাদারফোর্ডকে রেখেছে উইজডেন। বোলিংয়ে আল্লাহ মোহাম্মদ গজনফার ও ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন স্পিন আক্রমণে। তাঁদের সঙ্গে অলরাউন্ডার লিভিংস্টোন তো আছেনই। পেস বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ও তাসকিন আহমেদের সঙ্গে আছেন আজমতউল্লাহ।

শ্রীলঙ্কার সর্বোচ্চ তিনজন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দুজন করে এবং ইংল্যান্ড ও বাংলাদেশের একজন করে ক্রিকেটার একাদশে সুযোগ পেয়েছেন।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফানে রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, আল্লাহ মোহাম্মদ গজনফার ও তাসকিন আহমেদ।

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস