হোম > খেলা > ক্রিকেট

অবসর ভেঙে আবারও ফেরার ইঙ্গিত পাকিস্তানি ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক

হুট করে অবসর নেওয়া খেলাধুলার জগতে প্রায় দেখা যায়। ক্রিকেট হোক বা ফুটবল, কেউবা পুরো খেলা থেকে অবসর নিচ্ছেন। কেউবা আন্তর্জাতিক, ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা থেকে নিজেকে বিরত রাখছেন। ইমাদ ওয়াসিমও তেমনই এক ক্রিকেটার। 

পাকিস্তানের জার্সিতে ইমাদ সর্বশেষ খেলেছেন গত বছরের এপ্রিলে। ২৪ এপ্রিল রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ। এরপর নভেম্বরে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দুই-আড়াই মাস পর পাকিস্তানের জার্সিতে আবার তাঁর ফেরার কথা শোনা যাচ্ছে। পাকিস্তানের স্থানীয় এক ক্রীড়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন ইমাদ। পাকিস্তানি এই অলরাউন্ডার বলেন, ‘আমি একটা ব্যাপারে স্বচ্ছতা চাই। এটা হচ্ছে কেমন দায়িত্ব আমাকে দেওয়া হবে। শুধু অধিনায়ক হিসেবেই নয়, সিনিয়র খেলোয়াড় হিসেবেও। দায়িত্ব নিয়ে দলকে আমি কোথায় নিয়ে যেতে চাই অথবা সিনিয়র খেলোয়াড়দের যে দলটা রয়েছে, তারা কোথায় দেখতে চায়, সেখানে একটা ব্যাপার রয়েছে। তাই আমি পাকিস্তানের হয়ে ঠিকভাবে ক্রিকেট খেলতে চাই।’ 

হুট করে অবসরের সিদ্ধান্তের কথা ঘুরে ফিরে এসেছে ইমাদের সেই সাক্ষাৎকারে। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘আমি আপনাকে বলতে চাই যে সিদ্ধান্ত যেটা আমি নিয়েছিলাম, সেটা শতভাগ ভেবেই নিয়েছি। দিনশেষে সেটা আমার সিদ্ধান্তই ছিল। তবে আপনি কখনোই জানবেন না যে পাকিস্তানের কখন আপনাকে দরকার হবে। এ ব্যাপারে আপনার কিছু না কিছু করতে হবে।’ 

অবসরের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন ইমাদ। মেলবোর্ন স্টার্সের হয়ে বিগব্যাশের ২০২৩-২৪ মৌসুমে তিনি খেলেন ৮ ম্যাচ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএলটি-টোয়েন্টিতে তিনি খেলছেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়ায় ভুল কিছু নেই। মানসিকভাবে সবাই ঠিক থাকে না সবসময়। তাই সত্যিই আমি এখনো খুব খুশি। বিশ্বব্যাপী আমি ক্রিকেট খেলে বেড়াচ্ছি। এর আগেও আমি খেলেছি। তবে হ্যাঁ, আমি আশাবাদী যে ভালো কিছু সামনে আসছে।’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন