Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে আবারও দিশেহারা জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে আবারও দিশেহারা জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতেও ধরে রেখেছে স্বাগতিকেরা। স্বাগতিকদের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো ধুঁকছে জিম্বাবুয়ে।

১৬৬ রানের লক্ষ্যে শুরুটা সাবলীল করেছে জিম্বাবুয়ে। প্রথম ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা করে ১২ রান। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই সাইফউদ্দিন চার হজম করেছেন জয়লর্ড গাম্বির কাছে। ওভারের দ্বিতীয় বলে পুল করতে যান গাম্বি। টপ এজ হওয়া বল থার্ড ম্যানে ক্যাচ ধরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গাম্বি ৮ বলে ২ চারে ৯ রান করেছেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ব্রায়ান বেনেট দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। ৮ বলে করেছেন ৫ রান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বেনেটকে কট এন্ড বোল্ড করেন তানজিম সাকিব। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয়বারে ক্যাচ ধরেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আজই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের এই পেসার।

তানজিম সাকিবের পর পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভারে) আবারও আঘাত হানলেন সাইফউদ্দিন। ষষ্ঠ ওভারের শেষ বলে ক্রেইগ আরভিনকে বোল্ড করেন সাইফউদ্দিন। ৬ ওভারে ৩ উইকেটে ৩৩ রানে শেষ করেছে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে শেষ হতে না হতেই আবারও ধাক্কা খায় জিম্বাবুয়ে। অষ্টম ওভারের শেষ বলে রিশাদ হোসেনকে কাট করতে যান সিকান্দার রাজা। এজ হওয়া বল ক্যাচ ধরেন বাংলাদেশের উইকেটরক্ষক জাকের আলী অনিক। ৫ বলে ১ রানে করেছেন রাজা। ৮ ওভারে যখন ৪ উইকেটে ৪৮ রান, তখন ব্যাটিংয়ে নামেন ক্লাইভ মাদান্দে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেটে ৬৫ রান করেছে জিম্বাবুয়ে। ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ২৪ বলে ৩১ রানে অপরাজিত। ২ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। মাদান্দে ১০ বলে ৮ রানে ব্যাটিং করছেন।

ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

কোহলি-রোহিতদের জন্য আইপিএলেও কড়া নিয়ম

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

রোহিতকে ‘মোটা’ বলায় খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

জ্যোতির ৮০ রানের ইনিংসের দিনে পুলিশের বাজে হার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে ভারতের লক্ষ্য ২৬৫

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক, বাদ বাবর-রিজওয়ান

ভারতীয় ক্রিকেটারদের হঠাৎ কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিউজিল্যান্ড ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বড় দুশ্চিন্তা