হোম > খেলা > ক্রিকেট

দুই-একটা ম্যাচ খারাপ হলেই কি বাংলাদেশ দল খারাপ, প্রশ্ন ইবাদতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের সঙ্গে যোগ হয়েছে চোট সমস্যা। হ্যামস্ট্রিং চোটে সফর শেষ লিটন দাসের। পরের দুই ম্যাচে ভুল করলেই সিরিজ হাতছাড়া হবে তামিম ইকবালদের। এমন পরিস্থিতিতে দলে ডাকা হয়েছে ইবাদত হোসেন ও মোহাম্মদ নাঈমকে।

প্রথম ম্যাচে হেরে সিরিজে কোণঠাসায় বাংলাদেশ। ৯ বছর পর প্রথমবার বাংলাদেশকে ওয়ানডেতে হারিয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। তবে দু’একটা ম্যাচ খারাপ হলেই দল হিসেবে খারাপ কী না এমন প্রশ্ন ছিল ইবাদতের। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রশ্ন তোলেন তিনি।

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জিম্বাবুয়ে রওনা হবেন ইবাদত-নাঈম। বিকেলে মিরপুরে ইবাদত বলেছেন, ‘ওয়ানডেতে দল হিসেবে আমরা খুবই ভালো। ২-১টা ম্যাচ খারাপ হলে আমরা দল হিসেবে খারাপ! বাকি দুই ম্যাচ জিতলে সিরিজ তো আমাদেরই।’

আগামীকাল সিরিজ বাঁচাতে হবে তামিম ইকবালদের। ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই দুজনের। তবে সময় বিবেচনায় হয়তো একাদশে সুযোগ পাবেন না তাঁরা। নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে ইবাদত বলেছেন, ‘সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে।’

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন