হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচে বাদ লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিউস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। তাঁর জায়গায় ফিরেছেন ছন্দে থাকা তানজিদ হাসান তামিম।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান নেই এই ম্যাচে। তানজিম হাসান সাকিব ফিরেছেন একাদশে। প্রথম টি-টোয়েন্টিতে ২ পেসার, ৪ স্পিনার ব্যবহার করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ পেসার ও ৩ স্পিন দিয়ে বোলিং আক্রমণ গড়েছে তারা।

স্বাগতিক যুক্তরাষ্ট্রও একাদশে এক পরিবর্তন এনেছে। বাঁহাতি স্পিনার নসথুশ কেনজিগিকে বসিয়ে নিয়েছে পেস বোলিং অলরাউন্ডার শেডলি ফন শলকউইককে। 

ক্রিকেটীয় ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয় আইসিসির সহযোগী দল যুক্তরাষ্ট্রের। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশ ৯, তাদের অবস্থান ১৯-এ। প্রেইরি ভিউতে বাংলাদেশ দলকে যেভাবে তারা উড়িয়ে দিয়েছে, বোঝার উপায় রাখেনি অভিজ্ঞ-অনভিজ্ঞ কিংবা র‍্যাঙ্কিংয়ের পার্থক্য। 

ছন্দ বজায় রাখতে পারলে আজ ইতিহাস গড়ার হাতছানি মোনাঙ্ক প্যাটেলের দলের সামনে। এমন হারের পর বিমর্ষ বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। সফরকারীদের হারাতে পারলে যেকোনো সংস্করণে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়বে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানো।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

যুক্তরাষ্ট্র একাদশ
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন জোন্স, আনড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জাসদীপ সিং, নিতিশ কুমার, শেডলি ফন শলকউইক, সৌরভ নেত্রাভালকার, স্টিভেন টেইলর।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ