হোম > খেলা > ক্রিকেট

ম্যাচসেরার ডলার দিয়ে শপিং করবেন ফিজ

ক্রীড়া ডেস্ক

প্রত্যাবর্তনের গল্প কীভাবে লিখতে হয়, তা-ই যেন গতকাল চেমসফোর্ডে দেখালেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং করে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচসেরার এই ডলার দিয়ে শপিং করার কথা জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

ওয়ানডেতে টানা ৪ ম্যাচ না খেলা মোস্তাফিজ অবশেষে গতকাল সুযোগ পেয়েছেন একাদশে। আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি দ্রুত ভেঙে দেন তিনি। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে স্টিফেন ডোহেনিকে ফেরান মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের স্কোর তখন ১ উইকেটে ১৭ রান। এরপর দ্বিতীয় উইকেটের দেখা পেতে মোস্তাফিজকে অপেক্ষা করতে হয়েছে ৪৩ ওভার পর্যন্ত। এই ওভারের তৃতীয় বলে ফেরান কার্টিস ক্যাম্ফারকে। নিজের করা ঠিক পরের ওভারেই তুলে নিয়েছেন জর্জ ডকরেলের উইকেট। আর ৪৭তম ওভারের চতুর্থ বলে লরকান টাকারকে বোল্ড করে আইরিশদের ম্যাচ থেকে অনেকটা ছিটকে দেন ফিজ। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই বাঁহাতি পেসার বলেন, ‘চাপের মুহূর্তে বোলিং আমি অনেক দিন করেছি। গতকাল ৫ উইকেট নেওয়ার কথা ভেবেছিলাম। ৪ উইকেট পেয়ে কিছুটা হতাশ। আর ম্যাচসেরার পুরস্কার দিয়ে শপিং করব।’

মোস্তাফিজ এই নিয়ে ওয়ানডেতে পঞ্চমবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন। ২০১৫তে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হয়েছেন ম্যাচসেরা। যা ছিল বাংলাদেশের এই বাঁহাতি পেসারের অভিষেক ওয়ানডে সিরিজ। এরপর ২০১৭তে আয়ারল্যান্ডের বিপক্ষে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৯ সালে ম্যাচসেরা হয়েছেন ফিজ। আর গতকাল চার বছর পর এই সংস্করণে হয়েছেন ম্যাচসেরা।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন