Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

সারা দিন একসঙ্গে কাটিয়েও অশ্বিনের অবসর নিয়ে জানতেন না জাদেজা

সারা দিন একসঙ্গে কাটিয়েও অশ্বিনের অবসর নিয়ে জানতেন না জাদেজা
ভারতের দুই অলরাউন্ডার অশ্বিন ও জাদেজা। ছবি: সংগৃহীত

অন্য সবার মতো রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় অবাক হয়েছেন রবীন্দ্র জাদেজাও। এ দুই বোলিং অলরাউন্ডার ভারতকে অনেক ম্যাচে উদ্ধার করেছেন। দুজনের মধ্যে রয়েছে ভালো সম্পর্কও।। তার পরও অশ্বিনের বিদায়ের ব্যাপারে জাদেজা কিছুই জানতেন না!

গত বুধবার গ্যাবা টেস্ট ড্র হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন অশ্বিন। ভারতীয় অফ-স্পিনার বিদায় বলতে যাচ্ছেন, সেটি জাদেজা জানতে পারেন সংবাদ সম্মেলনের মিনিট পাঁচেক আগে। এ নিয়ে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রতিবেদকদের তিনি বলেন, ‘আমি একেবারে শেষ মুহূর্তে অবসরের (অশ্বিন) বিষয়ে জানতে পারি, সংবাদ সম্মেলনের পাঁচ মিনিট আগে। এটা অবাক করার মতো। আমরা সারা দিন একসঙ্গে কাটালাম এবং সে আমাকে একটু ইঙ্গিতও দেয়নি। আমি একেবারে শেষ মুহূর্তে জানতে পারি। আমরা সবাই জানতাম কীভাবে অশ্বিনের মন কাজ করে।’

জাদেজা আরও বলেন, ‘আমরা সবাই তাকে মিস করব। আমরা শুধু আশা করব যে, অশ্বিনের চেয়ে ভালো অলরাউন্ডার ও বোলার আমরা পাব। এটা এমন নয় যে, কেউ তার জায়গা নিতে পারবে। সবাইকে যেতে হবে, আপনাকে তার বিকল্প পেতে হবে।’ অশ্বিনকে তাঁর মাঠের পরামর্শক হিসেবেও উল্লেখ করেন জাদেজা।

ব্রিসবেন টেস্টে খেলা হয়নি অশ্বিনের। তবে জাদেজার ধীরস্থির ব্যাটিংয়ে এখানে সিরিজের তৃতীয় টেস্ট ড্র করে ভারত। অশ্বিন ও জাদেজা একসঙ্গে ৫৮ টেস্ট খেলে নিয়েছেন ৫৮৭ উইকেট।

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত