হোম > খেলা > ক্রিকেট

কোহলির জায়গা নিতে রাজি বুমরা

ক্রীড়া ডেস্ক

বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্তের নাম ইতিমধ্যে সামনে এসেছে। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি পন্তকে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। তবে নেতৃত্ব পেলে ‘না’ করবেন না দলটির পেসার জসপ্রীত বুমরাও। 

টি-টোয়েন্টি ও ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষে টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। কোহলির এই সিদ্ধান্তকে মেনে নিয়ে নতুন অধিনায়কের সন্ধান করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রস্তাব দেওয়া হলে নেতৃত্বের আর্ম ব্যান্ড লুফে নিতে চান বুমরাও। এই পেসার বলেন, ‘যদি আমাকে প্রস্তাব দেওয়া হয় তবে সেটা সম্মানের হবে। আমি এমন কোনো খেলোয়াড় দেখি না যে না বলবে। আমিও ব্যতিক্রম না।’ 

তবে অধিনায়কত্ব না পেলেও যেকোনোভাবে দলে অবদান রাখতে চান বুমরা, ‘কোনো পদ থাকুক বা না থাকুক, আমি দলে অবদান রাখতে চাই। নিজের সেরাটা দিতে চাই। এখানে আমার ভূমিকার কোনো পরিবর্তন হবে না। আমাকে নিজের কাজ করে যেতে হবে, নাকি?’ 

এদিকে নিজের অহং বাদ দিয়ে তরুণ নেতার অধীনে খেলার প্রস্তুতি নিতে কোহলিকে পরামর্শ দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। নিজের উদাহরণ টেনে কপিল বলেন, ‘সুনীল গাভাস্কার আমার অধীনে খেলেছে। আমি কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও আজহারউদ্দিনের অধীনে খেলেছি। কোনো অহং ছিল না। বিরাটকেও (কোহলি) অহং ছেড়ে তরুণদের অধীনে খেলতে হবে।’

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন