হোম > খেলা > ক্রিকেট

দ্বিতীয় ম্যাচেই হার দেখলেন আফিফ-তামিমরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেলবোর্ন রেনেগার্ডসের বিপক্ষে দাপুটে জয়ে ‘টপ এন্ড সিরিজ’ শুরু করেছিল বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দল। দ্বিতীয় ম্যাচেই দেখল তারা হার। টিও স্টেডিয়ামে আজ তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হেরেছে এইচপি। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৬ রান স্কোরে জমা করে তারা। জ্যাক ডোরেনের ব্যাটিং তাণ্ডবে ৩ বল বাকি থাকতে সেই লক্ষ্য তাড়া করেছে তাসমানিয়া।

১৬৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ ওভারে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তাসমানিয়া। ওপেনার নিক ডেভিস ২৩ বলে ৩০ করলেও টপ অর্ডারের বাকি দুই ব্যাটার—টপ ওয়ার্ড ৬ ও নিভেথান রাধাকৃষ্ণ ৫ রান হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা।

চতুর্থ উইকেটে ডোরেন ও চার্লি ওয়াকিমের ৬৬ রানের জুটিতে বদলে যায় ম্যাচের গতিপথ। ডোরেন ৩টি ছক্কা ও ৪টি চারে ৩৭ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ওয়াকিমের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ দিকে রাফায়েল ম্যাকমিলান অপরাজিত ৯ বলে ১৭ রান করেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ২৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।

তার আগে টস জিতে বিসিবি এইচপিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তাসমানিয়ার অধিনায়ক টিম ওয়ার্ড। জিসান আলম-তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮.৩ ওভারে ওপেনিং জুটিতে ৭৩ রান যোগ করে বিসিবি এইচপি। এরপরই ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খেই হারায় তারা। জিসান ৩ ছক্কা ও ২ চারে ২৩ বলে ৩৮, তামিম ২৯ বলে ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ফেরেন ১০ রানে।

৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচে ফিফটি করা পারভেজ হোসেন ইমন আজ খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ইনিংস। ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন এ বাঁহাতি ব্যাটার। আকবর আলীর ব্যাট থেকে আসে ২০ রান। ৫ উইকেটে ১৬৬ রানের লড়াকু স্কোরই পেয়েছিল এইচপি। তবে ডোরেনের তাণ্ডবে সবকিছুই বিফলে যায়। তাসমানিয়ার হয়ে ২টি উইকেট নিয়েছেন গেইব বেল।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন