হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনায় নেই আর্চার

অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন বেন স্টোকস। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে চার ওয়ানডের দ্বিপক্ষীয় সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে আছেন এই অলরাউন্ডার। তবে জায়গা হয়নি জোফরা আর্চারের। যার অর্থ ধরেই নেয়া যায়, ইংল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনায় নেই এই পেসার! 

৮ সেপ্টেম্বের শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হবে ওই ওয়ানডে সিরিজ। যার কয়েক সপ্তাহ পরেই ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডের বিশ্বকাপ। চোট কাটিয়ে পুরো ফিট হতে না পারা আর্চারকে এই সিরিজে না রাখার অর্থই ইংল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনায় তিনি নেই। গতকাল দল ঘোষণা করে ইসিবির নির্বাচক লুক রাইট এটা নিশ্চিতও করলেন, ঘোষিত এই দলটিই বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল। এক বিজ্ঞপ্তিতে ইসিবিও বলছেও, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার জন্য এই দলটাকেই ভারতে নিয়ে যাওয়ার ইচ্ছা তাদের। 

তাহলে তো এটা ধরেই নেয়া যায়, বিশ্বকাপে ভারতে যাওয়া হচ্ছে না আর্চারের! এখানে একটা ‘যদি’, ‘কিন্তু’ রেখে দিয়েছে ইসিবি। যেভাবে ফিটনেস ফিরে পাওয়ার দিকে এগোচ্ছেন আর্চার, তাতে তাঁর পুরোপুরি ফিট হয়ে উঠতেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময়সীমা ২৮ সেপ্টেম্বর পেরিয়ে যাবে। তবে বিশ্বকাপের শেষ দিকে আর্চারকে খেলানোর কথা মাথায় রেখে তাঁকে ‘রিজার্ভ’ হিসেবে ভারতে উড়িয়ে নিতে পারে ইংল্যান্ড। রাইটের কথায় আছে সে ইঙ্গিতও, ‘দুর্ভাগ্যজনকভাবে মনে হয় না শুরুতেই তাকে দলে রাখতে পারব। আর্চারের জন্য সবচেয়ে ভালো হতে পারে বিশ্বকাপের পরের অংশের জন্য তার প্রস্তুত থাকা। এটিই সেরা সম্ভাবনা।’ 

৫ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন