হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে আজ দেখা হবে সাকিব-মোস্তাফিজের

ক্রীড়া ডেস্ক

আইপিএলে আজ রাতে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। এই ম্যাচে একে অপরের বিপক্ষে ব্যাট-বলের লড়াইয়ে দেখা যেতে পারে সাকিব ও মোস্তাফিজকে। 

সাকিব-মোস্তাফিজের অবশ্য প্রথম লেগেই দেখা হতে পারত। তবে সেই ম্যাচে রাজস্থানের একাদশে মোস্তাফিজ সুযোগ পেলেও কলকাতার একাদশে জায়গা হয়নি সাকিবের। দুজনকে মুখোমুখি হতে দেখার সমর্থকদের যে অপেক্ষা, সেটি হয়তো আজ রাতেই শেষ হচ্ছে। নাটকীয় কোনো কিছু না ঘটলে আজ রাত ৮টার ম্যাচে শারজায় দেখা যেতে পারে সাকিব-মোস্তাফিজের দ্বৈরথ। 

এই ম্যাচে অবশ্য মোস্তাফিজের দলের চেয়ে হিসাব-নিকাশে ভালো অবস্থানে আছে সাকিবের কলকাতা। রাজস্থানকে হারাতে পারলেই শেষ চারে (প্লে-অফ) যাওয়া অনেকটাই নিশ্চিত শাহরুখ খানের দলের। অন্যদিকে রাজস্থানের হিসাবটা এক লাফে এভারেস্টে ওঠার মতোই অসম্ভব!। প্লে-অফ খেলতে হলে তাদের জিততে হবে অন্তত ১২০ রানের ব্যবধানে। কলকাতাকে এত বড় ব্যবধানে হারাতে হলে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে মোস্তাফিজদের। 

রাজস্থানের একাদশে শুরু থেকেই সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। দলের হয়ে অবদানও রেখেছেন তিনি। এবারে আইপিএলে ১৩ ম্যাচে পেয়েছেন ১৪ উইকেট। বিপরীতে আইপিএলের দ্বিতীয় পর্বে মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। তবে সেই ম্যাচে দলের জয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে নেন ১ উইকেট। প্রথম ওভারে দারুণ রানআউটে ফিরিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনকেও।

আজ কলকাতা-রাজস্থানের লড়াইয়ের আড়ালে বাংলাদেশের দুই তারকার সেরাটা দেখানোর প্রতিযোগিতাটাও নিশ্চয় জমবে! 

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন