হোম > খেলা > ক্রিকেট

বরিশালের প্লে-অফ নিশ্চিত করে তামিম উঠলেন শীর্ষে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেষ চার প্রায় নিশ্চিতই ছিল ফরচুন বরিশালের। তবু খুলনা টাইগার্সের সঙ্গে একটু সমীকরণও ছিল। তবে কোনো হিসাবই রাখল না তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বরিশাল।

বরিশালের ঝুলে থাকা শেষ চারের আশাটা নিশ্চিত করার ম্যাচে অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন ৬৬ রানের অসাধারণ এক ইনিংস। তাঁর দুর্দান্তে ইনিংসে চড়ে কুমিল্লার দেওয়া ১৪১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে তাড়া করেছে বরিশাল। এই জয়ে লিগ পর্ব শেষে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। টেবিলের ৩ নম্বরে আছেন তামিম-মাহমুদউল্লাহ রিয়াদরা। ফলে রাতের ম্যাচে খুলনার জয়-পরাজয়ের কোনো প্রভাব কাজ করবে না আর।

ঢাকায় ফিরে বিপিএলের স্কোর আবার পড়তির দিকে। টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে নাকাল হয় কুমিল্লা। লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন ও আন্দ্রে রাসেলের উইকেট নিয়ে ১৪০ রানে কুমিল্লাকে আটকে রাখতে এই বাঁহাতি স্পিনারের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।

১৬ বলে ৪ ছক্কা ও ২ চারে ৩৮ রানের অসাধারণ এক অপরাজিত ইনিংস খেলেছেন জাকের আলী অনিক। না হলে কুমিল্লার স্কোরটা ১০০ পার হাওয়া ছিল কঠিন ব্যাপার। মাইন আলী ২২ বলে ২৩ ও তাওহীদ হৃদয় ২৬ বলে খেলেছেন ২৫ রানের মন্থর ইনিংস। বরিশালের হয়ে তাইজুল ২০ রানে ৩টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ১৬ রান খরচে নিয়েছেন ২টি উইকেট।

১৪১ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই আহমেদ শেহজাদের (১) উইকেট হারায় বরিশাল। দ্বিতীয় উইকেটে কাইল মায়ার্স ও তামিমের ৬৪ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় তারা। ২৫ রান করে মায়ার্স ফেরার পর তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৩৯ রানের আরেকটি কার্যকর জুটি গড়েছেন তামিম।

জয় থেকে বরিশাল ১৯ রান দূরে। তখন রাসেলের শিকার হয়েছেন তামিম। ৪৮ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। যার সৌজন্যে চলতি বিপিএলে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তামিম। ১২ ম্যাচে তাঁর রান ৩৯১। দুইয়ে থাকা কুমিল্লার হৃদয়ের ৩৮৩ রান।

শেষ দিকে মাহমুদউল্লাহর ১২ ও সৌম্য সরকারের অপরাজিত ৬ রানে জয় নিশ্চিত হয় বরিশালের। কুমিল্লার হয়ে ২টি উইকেট নিয়েছেন পেসার মুশফিক হাসান।

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

সেকশন