Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

ইরানের মিসাইল হামলায় বদলেছে পিটারসেনের বিমানের পথ

ক্রীড়া ডেস্ক

ইরানের মিসাইল হামলায় বদলেছে পিটারসেনের বিমানের পথ

যুদ্ধের আঁচ গতকাল ভালোভাবেই টের পেয়েছেন কেভিন পিটারসেন। তা না হলে জানাতেন না এমন অভিজ্ঞতা তাঁর প্রথমবারের মতো হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ানস-চেন্নাই সুপার কিংসের ম্যাচে আজ ধারাভাষ্য দেওয়ার কথা তাঁর। 

সেই লক্ষ্যে ভারতে উদ্দেশে বিমানে উঠেছিলেন পিটারসেন। কিন্তু বিমানে উঠে জানতে পারেন ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তাঁদের বহনকারী বিমানের গতিপথ পরিবর্তন হয়েছে। এটা শোনার পর উদ্বিগ্ন হওয়ার অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার। 

এমন অভিজ্ঞতা প্রথমবার হয়েছে বলে নিজের সামাজিক মাধ্যমে পিটারসেন লিখেছেন, ‘এবারই প্রথমবার (এমন অভিজ্ঞতা)। আমাদের বহনকারী বিমানকে ফিরে যেতে হয়েছে এবং অতিরিক্ত জ্বালানি নিতে হয়েছে। কারণ, ইরানের মিসাইল এড়াতে আমাদের গতিপথ বদলাতে হয়েছিল। পাগলামি!!!!’ 

পিটারসেন অবশ্য কোথা থেকে বিমানে উঠেছিলেন, তা জানা যায়নি। ওয়াংখেড়েতে যে ধারাভাষ্য দেওয়ার জন্য উন্মুখ আছেন তিনি সেটিও জানিয়েছেন ইংল্যান্ড কিংবদন্তি। তিনি লিখেছেন, ‘যা-ই হোক, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে থাকব। আমার প্রিয় মাঠগুলোর একটি।’ 

ইসরায়েলের ওপর গতকাল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কিছুদিন আগে দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামার বদলা নিতেই এই হামলা করেছে ইরান। হামলার কারণেই লেবানন, জর্ডান ও ইরাক নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পিটারসেনের বহনকারী বিমানও হয়তো বন্ধ হয়ে যাওয়া গতিপথেরই একটি ছিল। গতিপথ বদলে যাওয়ায় কোনো ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি নিতে হয় বিমানটিকে।

ইয়াসিরের ক্যারিয়ারসেরা সেঞ্চুরিতে ধানমন্ডির রানের পাহাড়

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

সুবিধা পাওয়া ভারতের ০, নিউজিল্যান্ডের ৭০৪৮

এ রেকর্ডগুলো শুধুই মুশফিকের

দুবাইয়ের পিচ নিয়ে ধোঁয়াশায় নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার যাঁরা

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী