আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের উপস্থিতি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দলের সামনে তাঁদের একটি মহড়ার আয়োজনে ঘটনাস্থল দেখে যাওয়া।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করলেও এখনো আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি প্রকাশে দেরির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আগে নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা চায়। বাংলাদেশের বর্তমান নিরাপত্তাব্যবস্থা দেখতে কাল রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে। পর্যবেক্ষক দলটি আজ সকালেই চলে যাবে চট্টগ্রামে। সেখানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে তারা রাতেই ফিরবে ঢাকায়। পরশু মিরপুরে হবে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের সম্মিলিত নিরাপত্তাবিষয়ক ড্রেস রিহার্সাল।
দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পর্যবেক্ষক দল যে রিপোর্ট জমা দেবে, সেটির ওপর নির্ভর করছে অক্টোবরে প্রোটিয়াদের বাংলাদেশ সফর। এই সফরে মিরপুর ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলার কথা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর। সফরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন। সেটির পরিপ্রেক্ষিতে তাদের ক্রিকেট বোর্ড নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠিয়েছে বাংলাদেশে।