হোম > খেলা > ক্রিকেট

পাঞ্জাবের মন্ত্রীকে নজরদারিতে রাখবেন বাবর 

কদিন আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী হয়েছেন ওয়াহাব রিয়াজ। মন্ত্রী রিয়াজ এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর পেশোয়ারের বর্তমান অধিনায়ক হচ্ছেন বাবর আজম। বাবর জানিয়েছেন, টুর্নামেন্টে তিনি রিয়াজকে নজরদারিতে রাখবেন।

পিএসএলে গত মৌসুমে করাচি কিংসের হয়ে খেলেছিলেন বাবর আজম। আর বাবরকে পেশোয়ারের কাছে বিক্রি করে দেয় করাচি। অন্যদিকে গত মৌসুমেও পেশোয়ারে ছিলেন ওয়াহাব। গতবার অধিনায়ক হয়ে খেলেছিলেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার। এবার তাঁকে খেলতে হবে বাবরের নেতৃত্বে। গতকাল পিসিবির প্রকাশিত এক পডকাস্টে বাবর বলেন, ‘ওয়াহাব ভাই মন্ত্রী হওয়ায় আমি খুব খুশি। তাঁর (ওয়াহাব) টি-টোয়েন্টি খেলার অনেক অভিজ্ঞতা আছে। তা যা-ই হোক, মন্ত্রীকে আমি নজরদাড়িতে রাখব। সে মাঝেমধ্যে বেশি উত্তেজিত হয়ে যায় এবং বোলিংয়ের সময় নিজের লাইন হারিয়ে ফেলে। তাই তাকে আমার নিয়মিত উপদেশ দিতে হবে।’ 

১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অষ্টম পিএসএল। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস। আর ১৪ ফেব্রুয়ারি করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পেশোয়ার জালমি খেলবে করাচি কিংসের বিপক্ষে।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ