হোম > খেলা > ক্রিকেট

রশিদ-শাহিনদের টপকে মাসসেরা বাটলার

আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন জস বাটলার। আদিল রশিদ ও শাহিন শাহ আফ্রিদিকে টপকে এই পুরষ্কার জিতলেন বাটলার।

গত ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানকে হারিয়ে বাটলারের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। যা ইংলিশদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৯ গড় ও ১৫২.২০ স্ট্রাইক রেটে ২০৭ রান করেছিলেন ইংলিশ এই ব্যাটার। দুটো ফিফটিও করেছিলেন এই সংস্করণে। আর ২ ওয়ানডে খেলে ১৫ গড়ে করেছিলেন ৩০ রান। 

মাস সেরা নির্বাচিত হওয়ার পর বাটলার বলেন, ‘নভেম্বর সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার জন্য যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ক্রিকেটে আমার সেরা মাস এটি। বিশ্বচ্যাম্পিয়ন হতে একঝাঁক ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়া আসলেই বিশেষ কিছু।’ 

আদিল রশিদ ও শাহিন শাহ আফ্রিদি-এই দুই বোলারও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছেন। দুজনেই খেলেছেন ৪টি করে ম্যাচ। ২২.৭৫ গড় এবং ৫.৬৯ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছিলেন রশিদ। আর শাহিন ৭.৩০ গড় এবং ৫.৫৪ গড়ে নিয়েছিলেন ১০ উইকেট।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ