অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে গেল ডেভন কনওয়ের নাম। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছেন। প্রথম ম্যাচ খেলতে নেমে করলেন সেঞ্চুরি। এই বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটি এলো ৩২ বছর বয়সী নিউজিল্যান্ড ওপেনার থেকে।
আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ইনিংসই খেললেন কনওয়ে। ৮৩ বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি। ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিউইদের জয়ের স্বপ্ন দেখাচ্ছেন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ১ উইকেটে ২২২ রান। ১০৩ বলে ১১৯ রানে ব্যাট করছেন কনওয়ে। তাঁর ইনিংসটি সাজিয়েছেন ১৫ চার ও ২ ছয়ে। ১০০ রান নিয়ে তাঁকে সঙ্গ দেন রাচিন রবীন্দ্র। ৮২ বলে সেঞ্চুরি উদ্যাপন করেন এই বাঁহাতি ব্যাটার। প্রথম বিশ্বকাপ খেলতে রাচিনও পেলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। জয়ের জন্য ১৯ ওভারে দরকার ৬১ রান।
এই বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটি আসতে পারতে জো রুটের ব্যাট থেকে। টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংলিশদের টেনেছেন তিনিই। তবে সেঞ্চুরি থেকে ২৩ রান দূরে থাকতে গ্লেন ফিলিপসের বলে বোল্ড হোন রুট। ইংল্যান্ড ৯ উইকেটে করে ২৮২ রান।