ক্রীড়া ডেস্ক
ঢাকা: টেস্টের জনপ্রিয়তায় আলাদা মাত্রা যোগ করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। করোনা মহামারিতে সবগুলো ম্যাচ মাঠে না গড়ালেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে ফাইনালের দুটি দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী ১৮ জুন মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব অবশ্য মনে করেন, একটা ফাইনাল দিয়েই শিরোপা নির্ধারণ করা উচিত নয়। তিনি চান অন্তত তিন ম্যাচের একটি সিরিজের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারিত হোক ।
কপিলের অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে কোনো আপত্তি নেই। তাঁর দাবি, ওয়ানডের মতো এক ম্যাচের ফাইনালে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ করা যথাযথ নয়, ‘এমন গুরুত্বপূর্ণ খেতাব নির্ণয়ের ক্ষেত্রে আমি একাধিক ম্যাচ খেলাকেই অগ্রাধিকার দেব। অবশ্যই এখনকার দিনে এমন ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করে তোলা এমন কঠিন কিছু নয়।’
টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে আইসিসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কপিল। ভারতের এই কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন ‘টেস্টের জনপ্রিয়তা বাড়াতে আইসিসি যা করছে সেটি বিশেষ কিছু। আমি নিশ্চিত দর্শকদের এটা ইতিবাচক বার্তা দেবে। তবে তিন টেস্টের ফাইনাল হলে সেটি আরও দুর্দান্ত হতো।’
শুরুতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল লর্ডসে। পরবর্তীতে সিদ্ধান্ত বদলেছে। জৈব সুরক্ষা বলয় আরও সহজভাবে পরিচালনার জন্য ফাইনাল ম্যাচ সাউদাম্পটনের রোজ বোলে নেওয়া হয়েছে। এতেও খুশি নন কপিল। তিনি মনে করেন রোজ বোলে না হয়ে লর্ডসে ফাইনাল হলে ভালো হতো।