হোম > খেলা > ক্রিকেট

ব্রুকের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে পাল্টা জবাব দিচ্ছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

সপ্তম টেস্ট সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুক। ছবি: ক্রিকইনফো

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে চলছে রানের মহোৎসব। দুই দলই পাল্লা দিয়ে রান করছে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রান টপকে যাওয়ার খুব কাছাকাছি এখন ইংল্যান্ড।

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৪৮ রান। কিউইরা রান করেছে ৩.৮২ রানরেটে। টেস্টের সঙ্গে মানানসই। তবে বাজবল খেলা যারা অভ্যাস বানিয়ে ফেলেছে, তাদের কাছে এই রানরেটও অনেক কম। ৪.৩১ রানরেটে রান তুলেছে ইংলিশরা। সফরকারীরা পিছিয়ে মাত্র ২৯ রানে। হাতে এখনো রয়েছে তাদের ৫ উইকেট।

প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩১৯ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে নিউজিল্যান্ড। এই রানের সঙ্গে ২৯ রান যোগ করতে শেষ ২ উইকেটও হারায় কিউইরা। টিম সাউদি, উইল ও’ রুর্ক-টেলএন্ডারের দুই ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিকদের ইনিংসের ইতি টেনেছেন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স। ইনিংস সর্বোচ্চ ৯৩ রান করেছেন কেইন উইলিয়ামসন। ইংল্যান্ডের কার্স, শোয়েব বশির ৪টি করে উইকেট নিয়েছেন। গাস অ্যাটকিনসন পেয়েছেন ২ উইকেট।

নিউজিল্যান্ডের ৩৪৮ রানের পর ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। যাঁদের মধ্যে জ্যাক ক্রলি, জো রুট দুই ব্যাটারই ডাক মেরেছেন। টেস্টে অভিষিক্ত জ্যাকব বেথেল আউট হয়েছেন ১০ রান করে। একপ্রান্ত আগলে বেন ডাকেট খেলতে থাকলেও আউট হয়েছেন ফিফটির আগে। ৬২ বলে ৬ চারে ৪৬ রান করেছেন তিনি। ২২তম ওভারের দ্বিতীয় বলে ডাকেটকে ফিরিয়েছেন ও’রুর্ক।

ডাকেট ফেরার পর ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ২১.২ ওভারে ৪ উইকেটে ৭১ রান। সফরকারীরা যখন বেকায়দায়, তখন ছয় নম্বরে ব্যাটিং করতে নামেন ওলি পোপ। হ্যারি ব্রুক, পোপ পাল্টা আক্রমণ করেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর। পঞ্চম উইকেটে ১৮৮ বলে ১৫১ রানের জুটি গড়েন ব্রুক ও পোপ। ৫৩তম ওভারের দ্বিতীয় বলে পোপকে ফিরিয়ে জুটি ভাঙেন টিম সাউদি। উইকেট সাউদি নিলেও কৃতিত্ব দিতে হবে গ্লেন ফিলিপসকে। পোপ কাট করার পর বুলেটের গতিতে যাওয়া বল ব্যাকওয়ার্ড পয়েন্টে বাজপাখির মতো ছোঁ মেরে লুফে নিয়েছেন ফিলিপস। তাতে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির কাছাকাছি এসেও সেটা পেলেন না পোপ। ৯৮ বলে ৮ চারে ৭৭ রান করেছেন ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটার।

পোপ না পারলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রুক। ১২৩ বলে ব্রুক তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে এরপর ষষ্ঠ উইকেটে ৯৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন ব্রুক। এই জুটিতে তাঁরা (ব্রুক-স্টোকস) এখন পর্যন্ত খেলেছেন ১৩০ বল। এক্ষেত্রে নিউজিল্যান্ডের ফিল্ডারদের পিচ্ছিল হাতেরও অবদান রয়েছে। কারণ, আজই ইংল্যান্ড হারাতে পারত ষষ্ঠ উইকেট। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩১৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। সফরকারীরা ব্যাটিং করেছে ৭৪ ওভার। ১৬৩ বলে ১৩২ রান করে অপরাজিত ব্রুক মেরেছেন ১০ চার ও ২ ছক্কা। স্টোকস ব্যাটিং করছেন ৩৭ রানে। ৭৬ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ