Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

এবার আইপিএলেও অধিনায়ক অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কামিন্স

ক্রীড়া ডেস্ক

এবার আইপিএলেও অধিনায়ক অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কামিন্স

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ—গত বছর অস্ট্রেলিয়া দুটি আইসিসি ইভেন্ট জেতে প্যাট কামিন্সের নেতৃত্বে। আন্তর্জাতিক ক্রিকেটে সফল অধিনায়ক কামিন্স এবার নেতৃত্ব দেবেন আইপিএলেও। ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হলেন কামিন্স। 

হায়দরাবাদের অধিনায়ক যে কামিন্স হবেন, তা নিয়ে গুঞ্জন চলছিল গত কয়েক দিন। সেই গুঞ্জনই অবশেষে সত্যি হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ আজ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে কামিন্সের ছবি পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘আমাদের নতুন অধিনায়ক প্যাট কামিন্স।’ 

আন্তর্জাতিক ক্রিকেটের কারণে ২০২৩ আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেন কামিন্স। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক গত বছরের ১৯ ডিসেম্বর হওয়া নিলামে নিজের নাম লেখান। আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটি রুপিরও বেশি দামে তাঁকে কেনার রেকর্ড হয়েছে। অজি পেসারকে সানরাইজার্স হায়দরাবাদ কিনে নেয় ২০ কোটি ৫০ লাখ রুপিতে। তবে আইপিএলে সর্বোচ্চ দামি ক্রিকেটারের রেকর্ডে বেশিক্ষণ থাকতে পারেননি কামিন্স। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাতে স্টার্ক হয়ে যান আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার। 

সর্বশেষ তিন মৌসুমে তিন অধিনায়ক পেল হায়দরাবাদ। ২০২৩ আইপিএলে হায়দরাবাদকে নেতৃত্ব দেন এইডেন মার্করাম। তবে মার্করামের নেতৃত্বাধীন হায়দরাবাদ লিগ পর্বে ১৪ ম্যাচে জিতেছে ৪ ম্যাচ। দশ দলের মধ্যে পয়েন্ট তালিকায় দশ নম্বরে থেকেই ১৬তম আইপিএল শেষ করে হায়দরাবাদ। ১২৫.৮৮ স্ট্রাইকরেটে গত আইপিএলে মার্করাম করেন ২৪৮ রান। মার্করামের আগে ২০২২ আইপিএলে হায়দরাবাদের অধিনায়ক ছিলেন কেইন উইলিয়ামসন।

 উইলিয়ামসনের নেতৃত্বাধীন হায়দারাবদ সেবার শেষ করে আট নম্বরে থেকে। ভাগ্য বদলের আশাতেই হয়তোবা কামিন্সের কাঁধেই নেতৃত্বভার তুলে দিল হায়দরাবাদ। 

২০১৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় কামিন্সের। সেবার তিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এরপর ২০২২ আইপিএলে সর্বশেষ যে কামিন্স খেলেন সেটাও কলকাতার জার্সিতে। সেই আইপিএলেই ১৪ বলে ফিফটির কীর্তি গড়েন কামিন্স। এখন পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ৪২ ম্যাচে ৪৫ উইকেট নেন অস্ট্রেলিয়ার এই পেসার। ব্যাটিংয়ে ১৮.৯৫ গড় ও ১৫২.২১ স্ট্রাইকরেটে করেন ৩৫৯ রান। তিনটি ফিফটিও রয়েছে তাঁর।

‘যদি কোনো দল ভারতকে হারাতে পারে, সেটা নিউজিল্যান্ডই’

ওয়ানডেতে শিরোপা-খরা ঘোচাতে চায় ভারত

ভারতকে পাল্টা চাপ দিতে প্রস্তুত নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল মানেই ভারতের হার

আইপিএল খেলার সুযোগ দেখছেন সাবেক পাকিস্তানি পেসার

কে হচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, যা বলছেন বিসিবি সভাপতি

পাপনের মতো ‘টার্গেট নেক্সট ওয়ার্ল্ডকাপে’ বিশ্বাসী নন বর্তমান বিসিবি সভাপতি

মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি

পাকিস্তান নিয়ে গাভাস্কারের মন্তব্য ‘একদমই ফালতু’ বললেন গিলেস্পি

ভারতকে সাফল্য এনে দিলেও কমছে রোহিত-কোহলির বেতন