হোম > খেলা > ক্রিকেট

এবার কোথায় উন্মোচিত হলো শেন ওয়ার্ন স্ট্যান্ড

ক্রীড়া ডেস্ক    

মেলবোর্নের জংশন ওভালে শেন ওয়ার্ন স্ট্যান্ড উন্মোচনের সময় উপস্থিত ওয়ার্নের পরিবার। ছবি: এএফপি

কীর্তিমানের মৃত্যু নাই—কিংবদন্তি তারকাদের নিয়ে বহুল প্রচলিত এই কথা শোনা যায় প্রায়ই। মৃত্যুর আড়াই বছর পেরোলেও শেন ওয়ার্ন বেঁচে আছেন কোটি কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পর এবার অন্য এক জায়গায় স্ট্যান্ড করা হয়েছে ওয়ার্নের নামে।

ক্রিকেট ভিক্টোরিয়া এবং সেন্ট কিলডা ক্রিকেট ক্লাব মেলবোর্নের জংশন ওভালে ঐতিহ্যবাহী গ্র্যান্ডস্ট্যান্ডগুলোর একটি নাম রাখা হয়েছে ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’।

১৯২৫ সালে তৈরি করা এই স্ট্যান্ডটির নামকরণ প্রক্রিয়া ওয়ার্নের মৃত্যুর অনেক আগেই শুরু হয়েছিল। এর আগে স্ট্যান্ডটির নাম ছিল অস্ট্রেলিয়ার রুলস ফুটবলার কেভিন মারের নামে। বর্তমানে সেটা ওয়ার্নের নামে করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন মারে।

শেন ওয়ার্ন স্ট্যান্ড আজ উন্মোচনের সময় ছিলেন তাঁর (ওয়ার্ন) বাবা কিথ ওয়ার্ন এবং সামার, ব্রুক নামে তাঁর দুই মেয়ে। উন্মোচন অনুষ্ঠানে কিথ ওয়্ উন্মোচন অনুষ্ঠানে ওয়ার্নের বাবা বলেন, ‘আজকের দিনটা ওয়ার্ন পরিবারের জন্য অত্যন্ত বিশেষ এবং গর্বের। এখানে জংশন ওভালে শেন ওয়ার্ন স্ট্যান্ডের নামকরণ শেনের প্রতি অসাধারণ শ্রদ্ধাঞ্জলি।আমরা জানি, এভাবে সম্মানিত হতে পারলে শেন নিজেও গর্বিত হত।’ উন্মোচন অনুষ্ঠান হয়েছে ওয়ানডে কাপে নিউ সাউথ ওয়েলস-ভিক্টোরিয়া ম্যাচের ঠিক আগে। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলসহ আরও অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া এবং সেন্ট কিলডায় ওয়ার্ন যাঁদের সঙ্গে খেলেছেন, সেই সাবেক সতীর্থরাও অংশ নেন শেন ওয়ার্ন স্ট্যান্ড উন্মোচনের সময়।

প্রয়াত কিংবদন্তি ওয়ার্নের কথা স্মরণ করেই ভিক্টোরিয়া এবং তার ক্লাব দল সেন্ট কিলডার প্রতি অবদানকে সম্মান জানিয়ে ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’ করা হয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার ওয়ার্ন মারা গেছেন ২০২২ সালের ৪ মার্চ। সেই সময়ই এটা চূড়ান্ত পায় (ওয়ার্নের নামে স্ট্যান্ড)। বর্তমানে কেভিন মারের মেলবোর্নের উত্তরাঞ্চলে ফিটজরয়ের ব্রান্সউইক স্ট্রিট ওভালের একটি স্ট্যান্ডে দেখা যাবে।

ওয়ার্নের মৃত্যুর পর দ্রুতই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) একটি স্ট্যান্ডের নাম তাঁর নামে করা হয়েছিল। ২০২২ সালের ৩০ মার্চ স্টেডিয়ামের সাউদার্ন স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল শেন ওয়ার্ন স্ট্যান্ড। ভিক্টোরিয়া রাজ্যে তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের পরই স্টেডিয়ামে এটা করা হয় (শেন ওয়ার্ন স্ট্যান্ড)।

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন