হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে রুবেলের অন্য রকম ‘সেঞ্চুরি’ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

মার্ক দেয়ালের স্টাম্প উপড়ে দিয়ে রুবেল হোসেনের বুনো উদযাপন। উইকেটটা যে বিশেষ তাঁর জন্য। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের উইকেটটি বিপিএলে রুবেলের শততম উইকেট। 

শততম উইকেট থেকে যে ৩ উইকেট দূরে ছিলেন, সেটা রুবেল জানতেন। উদযাপনও ছিল তাই দেখার মতো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শততম উইকেটের অনুভূতি নিয়ে রুবেল বলছিলেন, 'অবশ্যই, আলহামদুল্লিলাহ। আমি জানতাম আমার আর ৩ উইকেট লাগবে। যখন ৩ নম্বর উইকেটটা পেলাম, আসলেই খুব ভালো লেগেছে।' 

রুবেল পরে উইকেট নিয়েছেন আরও একটি। সব মিলিয়ে ৩৭ রান দিয়ে ৪ উইকেট। এরমধ্যে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের প্রথম উইকেটটিও মনে রাখতে চাইবেন রুবেল। এই উইকেট দিয়েই মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয়তে উঠে এসেছেন। 

এই ম্যাচ শুরুর আগে দুজনের উইকেট ছিল ৯৭টি। সিলেট স্ট্রাইকার্সের তো বটেই, এক সময় রুবেলের জাতীয় দলের সতীর্থ মাশরাফির উইকেটও ৯৭টি। বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুজনেই যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন। মাশরাফিকে ছাড়িয়ে যেতে পেরে কেমন লাগছে প্রশ্নে রুবেল বললেন, 'অবশ্যই, ভালো লাগার মতো ব্যাপার। মাশরাফি ভাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। তো সব মিলিয়ে ভালো লাগছে।'

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন