নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। জানা গেছে, আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছেন সাকিব। মেহেদী হাসানের মিরাজের বলে আইরিশ অলরাউন্ডার জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে এই চোটে পড়েন সাকিব।
যদিও এরপর আয়ারল্যান্ডের ৩২০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং করেছেন সাকিব। বোলিংয়ের উইকেট শূন্য থাকার পর ব্যাট হাতে ২৬ রান করেছেন তিনি। আগের ম্যাচেও অবশ্য ইনিংস বড় করতে পারেননি সাকিব। আউট হয়ে যান ২০ রানে।