Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ

ক্রীড়া ডেস্ক

আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হলেন জয় শাহ। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সচিব। 

বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ শেষ হবে ১ ডিসেম্বর। সেদিনই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব গ্রহণ করবেন নতুন চেয়ারম্যান জয় শাহ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন বার্কলে, সামনে মেয়াদ বাড়াতে আগ্রহী না হওয়ায় জয় শাহ ছিলেন চেয়ারম্যান পদের জন্য একমাত্র মনোনীত প্রার্থী। 

২০১৯ সালে অক্টোবরে বিসিসিআইয়ের সচিব এবং ২০২১ সালের জানুয়ারি থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির সবচেয়ে সম্মানজনক দায়িত্বভার উঠবে তাঁর কাঁধে। 

চেয়ারম্যান নির্বাচিত হয়ে জয় শাহ বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়ে আমি কৃতজ্ঞ। আমি ক্রিকেটকে আরও বিশ্বায়ন করতে আইসিসি এবং আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা