হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে মাহমুদউল্লাহদের জন্য থাকছেন মনোবিদ

ক্রীড়া ডেস্ক

করোনা মহামারির এই সময়টায় ক্রিকেটারদের জন্য এক ‘আতঙ্কের’ নাম জৈব সুরক্ষা বলয়। ক্রিকেট থেকে বেন স্টোকসের অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাওয়া কিংবা আইপিএলের মাঝপথেই ক্রিস গেইলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে আসা, সবকিছুই মানসিক অবসাদের কারণে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই ক্রিকেটারদের জন্য মনোবিদ রাখার ব্যবস্থা করতে যাচ্ছে আইসিসি।

বিশ্বকাপ শুরু হতে আর বাকি এক সপ্তাহ। টুর্নামেন্ট চলাকালীন টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে ক্রিকেটাররা যেন মানসিক অবসাদে না ভোগেন, সেটি মাথায় রেখেই মনোবিদ রাখার সিদ্ধান্ত। আইসিসির কর্মকর্তা অ্যালেক্স মার্শাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্শাল জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন যে কেউ মানসিক সমস্যায় পড়লে সেটি কাটিয়ে উঠতে সব রকম ব্যবস্থা থাকবে। যখন ইচ্ছে ক্রিকেটাররা মনোবিদের সঙ্গে কথা বলতে পারবে। কেউ কোনো সমস্যায় পড়লে যেন সেটা দলের মধ্যেই চিহ্নিত করা যায়, সে ব্যবস্থা করছে আইসিসি। প্রত্যেক দলের চিকিৎসকেরা যেন নিজস্ব ব্যবস্থাপনায় খেলোয়াড়দের দেখাশোনা করতে পারেন, সে ব্যবস্থাও থাকবে। এর বাইরে আইসিসির পক্ষ থেকে সার্বক্ষণিক একজন মনোবিদ থাকবেন প্রত্যেক দলের সঙ্গে।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন