হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে লড়াই করে হারল জিম্বাবুয়ে 

ক্রীড়া ডেস্ক

সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে। তবে পরের ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন রুদ্ররূপ রূপ দেখে স্বাগতিক দল। হারারেতে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতে ভারত বুঝিয়ে দিল, প্রথম ম্যাচে হার ছিল নিছকই কাকতালীয়।

বিশ্বকাপ জয়ী দলের তিন ক্রিকেটার নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। একাদশে চার পরিবর্তন আনেন শুবমান গিলরা। ওপেনিংয়ে দুর্দান্ত শুরু পান তাঁরা। পাওয়ার প্লে কাজে লাগিয়ে ৪ ওভারেই স্কোরবোর্ডে ৫০ রান তোলে ভারত। দলীয় ৬৭ রানে সিকান্দার রাজার বলে সুইপ শট খেলতে গিয়ে ওপেনার যশস্বী জয়সওয়াল (৩৬) আউট হলে মাঝে রানের গতি কিছুটা শ্লথ হয়ে যায় তাদের।

পরে রুতুরাজ গায়কোয়াডকে সঙ্গী করে রানের চাকা এগিয়ে নেন ৩৬ বলে অর্ধশতক করা শুবমান। ব্লেসিং মুজ়ারাবানির বলে ক্যাচ দেওয়ার আগে ৪৯ বলে ৬৬ রান করেন ভারতের অধিনায়ক। শেষে রুতুরাজের ২৮ বলে ৪৯ রানের ঝড়ে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। দুটি করে উইকেট করে নেন ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা।

রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারে ওয়েসলি মাধেভেরের উইকেট তুলে নেন আবেশ খান। দলীয় ৩৯ রানেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। ডিয়ন মেয়ার্স ও ক্লাইভ মাদানদের ষষ্ঠ উইকেটে জুটিতে প্রতিরোধের চেষ্টা করে জিম্বাবুয়ে। দুজনে ৫৭ বলে করেন ৭৭ রানের জুটি গড়েন। মেয়ার্স ৪৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকলেও মাদানদে ফেরেন ৩৮ রানে।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে শেষ ৫ ওভারে ৭৩ রানের সমীকরণ মেলাতে হতো জিম্বাবুয়ের। তবে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামতে হয় তাদের। ৪ ওভারে ১৫ রান খরচ করে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ওয়াশিংটন সুন্দর। ম্যাচসেরাও তিনি।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন