হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজ-আফ্রিদিদের ছাড়িয়ে ওমানের ক্রিকেটারের নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক

রেকর্ড ভাঙা গড়ার খেলায় খুব কম রেকর্ডই চিরস্থায়ী হয়। আজ হোক বা কাল-কোনো না কোনো দিন সেটা ভেঙে যায়। ওমানের পেসার বিলাল খান নতুন এক রেকর্ড গড়লেন গত রাতে। তাতে পেছনে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা পেসারদের। 

পেসারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন বিলালের। ডানডিতে গত রাতে নামিবিয়ার বিপক্ষে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে লিগের দ্বিতীয় পর্যায়ের ম্যাচে কীর্তি গড়েন তিনি।  নামিবিয়ার টপ অর্ডার ব্যাটার ইয়ান ফ্রাইলিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে এলিট ক্লাবে নাম লেখান বিলাল। ওয়ানডেতে ১০০ উইকেট নিতে বিলালের খেলতে হয়েছে ৪৯ ম্যাচ। ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর গতকাল ৫ বছর ৮৮ দিনে কীর্তি গড়েছেন ওমানি পেসার। বিলালের পর দুইয়ে থাকা আফ্রিদির ওয়ানডেতে ১০০ উইকেট নিতে লেগেছে ৫১ ম্যাচ। ওয়ানডেতে পেসারদের মধ্যে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ডে শেন বন্ডের সঙ্গে যৌথভাবে চারে মোস্তাফিজ। বন্ড-মোস্তাফিজ দুজনেরই ৫৪ ওয়ানডে করে খেলতে হয়েছে।   

বিলাল গত রাতে ১০ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেনও দেন ওমানের পেসার। বিলালের কীর্তি গড়ার রাতে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওমান। ৪৯ ওয়ানডেতে ৫.০৬ ইকোনমিতে এখনো পর্যন্ত ওমানের পেসার নিয়েছেন ১০১ উইকেট।  ওয়ানডেতে সব মিলিয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কীর্তি নেপালের সন্দীপ লামিচানের। লামিচানের খেলতে হয়েছে ৪২ ম্যাচ। দুইয়ে থাকা আরেক লেগস্পিনার রশিদ খান ওয়ানডেতে শততম উইকেট পেয়েছেন ৪৪ ম্যাচে। সব মিলিয়ে ৫ ও পেসারদের মধ্যে এই তালিকায় তিনে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫২তম ম্যাচে।  

ওয়ানডে ক্যারিয়ার দেরিতে শুরু হলেও বিলাল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ২০১৫ সালে। একই বছর বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু হয় মোস্তাফিজের। দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ও বিলাল খেলেছেন ২২২ ও ১২৮ ম্যাচ।   


ওয়ানডে দ্রুততম ১০০ উইকেট নেওয়া সেরা পাঁচ পেসার (ম্যাচের হিসেবে)
                                      ম্যাচ                দল
বিলাল খান                      ৪৯              ওমান
শাহিন শাহ আফ্রিদি            ৫১             পাকিস্তান  
মিচেল স্টার্ক                     ৫২              অস্ট্রেলিয়া
শেন বন্ড                        ৫৪              নিউজিল্যান্ড
মোস্তাফিজুর রহমান           ৫৪              বাংলাদেশ

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন