Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

১০০ ভাগ দিয়েই বোলিং করছেন তাসকিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০০ ভাগ দিয়েই বোলিং করছেন তাসকিন 

কদিন আগে জিম করতে গিয়ে ব্যথা পান তাসকিন আহমেদ। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পেসারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। চোটে পড়ে ক্যারিবীয় সফরে টেস্ট দলে না থাকলেও ওয়ানডে দলে আছেন তাসকিন। জিমে পাওয়া সে ব্যথা থেকে সেরে উঠেছেন তিনি। দুই দিন সেরা দমে বোলিও করেছেন বলে জানালেন তাসকিন নিজেই। 

ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজে রওনা হওয়ার কথা তাসকিনের। মিরপুরে ব্যক্তিগত অনুশীলনে তাই নিজেকে ঝালিয়ে রাখার কাজ সেরে নিচ্ছেন। অনুশীলনের এক ফাঁকে তাঁকে ঘিরে তৈরি হওয়া শঙ্কা নিয়ে তাসকিন বললেন, ‘গতকাল ও আজ ১০০ ভাগ দিয়ে বোলিং করার চেষ্টা করেছি। চেষ্টা ঠিক ছিল। সব ধরনের বলই চেষ্টা করেছি। এখানে নির্বাচক (বিসিবির নির্বাচক), চিকিৎসক সবাই ছিলেন। তারাও তৃপ্ত। আমিও তৃপ্ত। সমস্যা হয়নি, এখন সামনে বাকিটা আল্লাহর ইচ্ছা।’ 
 
ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে টেস্ট খেলার ইচ্ছে থাকলেও চোটের বাধায় সেটা পূরণ হয়নি তাসকিনের। তবে ওয়ানডেতে নিজের সেরাটা দিতে চান ২৬ বছর বয়সী এ পেসার, ‘টেস্ট ম্যাচ তো ডিউক বলে খেলা হচ্ছে, আমার ইচ্ছা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত খেলা হলো না। ওয়ানডে ও টি-টোয়েন্টি কোকাবুরা বলে হবে। আমি চাইব সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে যেন জয় উপহার দিতে পারি। সব সময়ই এটাই চাই। শতভাগ দেব, বাকিটা আল্লাহর ইচ্ছা।’ 

চোট পেস বোলারদের এক প্রকার নিত্যসঙ্গী। তাসকিনের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। কোনো না কোনো চোট লেগেই থাকছে। চোট নিয়ে তাসকিনের ভাবনা অবশ্য একটু ভিন্ন রকম, ‘আসলেই চোট ফাস্ট বোলারদের টুকটাক হয়। এ ক্ষেত্রে ফেরার চ্যালেঞ্জ থাকে এবং এটাতে মজাও আছে। এখন যেটা হাতে আছে সেটাতেই নিজেকে মনোযোগী রাখার চেষ্টা করছি। নিজের রিহাব, প্রোগ্রাম, সেটা ধরে রাখা...ইনশাআল্লাহ...আল্লাহ যদি চান প্রায় আড়াই মাস পর দলের সঙ্গে যুক্ত হতে পারলে, এটা সব চেয়ে বেশি আনন্দের।’

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার যাঁরা

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর