হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের অ্যাশেজে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি

জুনে শুরু হচ্ছে মেয়েদের অ্যাশেজ। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াইয়ে এবার স্বাগতিক ইংল্যান্ড। অ্যাশেজ সামনে রেখে ঘরের মাঠে দর্শকসংখ্যায় রেকর্ড গড়তে যাচ্ছে ইংল্যান্ড।

ব্যালট প্রক্রিয়ার মধ্যে গত নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে ইংল্যান্ডের ঘরের মাঠে ব্যস্ত সূচি সামনে রেখে ৫৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ২২ জুন ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে শুরু হবে নারী অ্যাশেজ। এরপর ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে এ দুই দল।

৫০ হাজারের ওপরে টিকিট বিক্রি হওয়ায় রোমাঞ্চিত বোধ করছেন ন্যাট স্কাইভার ব্রান্ট। ইংলিশ এই অলরাউন্ডার বলেন, ‘আমরা যে এত টিকিট বিক্রি করেছি, তা সত্যিই রোমাঞ্চকর। এখানে ডব্লুপিএলে আপনি দেখতে পাচ্ছেন এবং হান্ড্রেডেও দেখতে পাবেন যে বিপুল দর্শক কীভাবে পার্থক্য গড়ে দেয়। লর্ডস অথবা এজবাস্টনে দর্শকপূর্ণ স্টেডিয়ামে অ্যাশেজ খেলা দারুণ ব্যাপার। আমি খেলতে মুখিয়ে আছি।’

এর আগে গত সপ্তাহে ওয়ারউইকশায়ার ঘোষণা দিয়েছিল যে এজবাস্টন টি-টোয়েন্টি ম্যাচের জন্য তারা এরই মধ্যে ১৪ হাজার টিকিট বিক্রি করেছে। ১ জুলাই এজবাস্টনে হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তাতে ইংল্যান্ডের ঘরের মাঠে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড হবে। মেয়েদের অ্যাশেজের পর ঘরের মাঠে সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে ইংল্যান্ড।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন