Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

উল্টো লিড নিয়ে থামল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

উল্টো লিড নিয়ে থামল নিউজিল্যান্ড

লিডের আশা নিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু নবম উইকেটে কাইল জেমিসন ও টিম সাউদির দারুণ এক জুটির কল্যাণে উল্টো নিউজিল্যান্ড পেয়েছে ৭ রানের লিড। তাইজুল ইসলাম-নাঈম হাসানরা যখন জুটি ভাঙতে পারছিলেন না, তখন গতকাল শেষ বিকালে চমক দেখানো মুমিনুল হক এলেন বোলিং আক্রমণে। 

আজও ব্রেক থ্রু এনে দেন মুমিনুলই। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান জেমিসনকে (২৩)। এতে করে ভাঙে জেমিসন-সাউদির ৫২ রানের জুটি। তাঁদের জুটিতেই প্রথম ইনিংসে ৩১৭ রান তুলতে পেরেছে কিউইরা। পরের ওভারে সাউদিকেও (৩৫) বোল্ড করেন মুমিনুল।

আউট হওয়ার আগে টেস্টে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাউদি। নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ উইকেট ও ২০০০ রান করেছেন কিউই অধিনায়ক। এর আগে ড্যানিয়েল ভেট্টরি ও রিচার্ড হ্যাডলি এই কীর্তি গড়েছিলেন।

কেন উইলিয়ামসন সেঞ্চুরির সৌজন্যে গতকাল ৮ উইকেটে ২৬৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ থেকে পিছিয়ে ছিল ৪৪ রানে। আজ ১৭.৫ ওভারে তারা স্কোরে জমা করে আরও ৫১ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ৪টি ও মুমিনুল নিয়েছেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩১০ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তুলেছে বাংলাদেশ দল। ব্যাটিং করছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

কোহলি-রোহিতদের জন্য আইপিএলেও কড়া নিয়ম

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

রোহিতকে ‘মোটা’ বলায় খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

জ্যোতির ৮০ রানের ইনিংসের দিনে পুলিশের বাজে হার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে ভারতের লক্ষ্য ২৬৫

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক, বাদ বাবর-রিজওয়ান

ভারতীয় ক্রিকেটারদের হঠাৎ কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিউজিল্যান্ড ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বড় দুশ্চিন্তা

৪ রানে ৬ উইকেট শেষ, ঢাকা লিগে বিজয়দের বাজে হার