হোম > খেলা > ক্রিকেট

তামিমের টানা সেঞ্চুরি, বিজয়ের ৪ রানের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুজনই জোড়া সেঞ্চুরি করেছিলেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে আজও জোড়া সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। তবে তামিম সেঞ্চুরি পূর্ণ করতে পারলেও ৪ রানের আক্ষেপে পুড়তে হয়েছে বিজয়কে। 

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৩২ বলে ১৩৭ রান করেছেন তামিম। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৩ চার ও ৬টি ছয়ের মারে। ডিপিএলে স্বপ্নের মতো একটা মৌসুম কাটানো তামিমের সঙ্গী বিজয় আউট হন ৯৬ রানে। বিজয়ের ১১২.৯৪ স্ট্রাইক রেটের ইনিংসে ৮ চারের সঙ্গে ছক্কা ছিল ৩টি। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে অমীমাংসিত ওপেনিং জুটিতে দুজন মিলে ম্যাচ শেষ করে দিয়েছিলেন। 

গাজী গ্রুপ টাইগার্সের বিপক্ষে আজ দুজনের জুটি থামে ২১৫ রানে। শুরুতে বিজয় আক্রমণাত্মক খেললেও রয়েসয়ে খেলছিলেন তামিম। তবে সময় যত গড়িয়েছে, ততই খোলস ছেড়ে বের হতে থাকেন তামিম। তাঁর ইনিংসটি এগিয়েছে তিনটি ধাপে। ৮৩ রানে প্রথম ফিফটি পূর্ণ করা তামিম সেঞ্চুরির পথে পরের ফিফটি করেন ৩৯ বলে। ১২২ বলে এবারের মৌসুমের টানা দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন প্রাইম ব্যাংকের এই ওপেনার। সেঞ্চুরির পর পরের ৩৯ রান করতে তামিম খেলেন ১০ বল। 

অপর প্রান্তে থাকা তামিমের সঙ্গী বিজয় ৩৭ বলে ফিফটি ছুঁলেন। শেষ পর্যন্ত আক্ষেপ সঙ্গী করে আউট হন ৮৫ বলে ৯৬ করে। 

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন