ক্রীড়া ডেস্ক
অনেক দিন ধরে পাকিস্তান দলে সুযোগ না পাওয়ায় গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইমাদ ওয়াসিম। অবসরের পর এখন তাঁর পুরো মনোযোগ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। তেমনি এক টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলতে নেমে একটি রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার।
এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ইমাদ। এশিয়া মহাদেশে তারকা অলরাউন্ডারের অভাব না হলেও তাঁর আগে কেউই এই রেকর্ড গড়তে পারেননি। সিডনি সিক্সার্সের বিপক্ষে ১৪ রানের ইনিংস খেলার পথে রেকর্ডটি গড়েছেন মেলবোর্ন স্টারসের অলরাউন্ডার। সব মিলিয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার।
ইমাদের আগে এই রেকর্ড গড়েছেন কাইরন পোলার্ড, আজহার মাহমুদ ও আন্দ্রে রাসেল। ২০১০ সালে প্রথম ক্রিকেটার হিসেবে ডাবলসের রেকর্ডটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার পোলার্ড। তাঁর পরেই রেকর্ডটি গড়েন আজহার। ২০১২ সালে রেকর্ডটি ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে গড়েন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। আর ইমাদের আগে সর্বশেষ ২০১৬ সালে কীর্তিটি গড়েছিলেন আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।