হোম > খেলা > ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছেন নাসিম শাহ

করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন নাসিম শাহ। পাকিস্তানি পেসার বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল শঙ্কা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, নিউজিল্যান্ডে যাচ্ছেন নাসিম।

৭ অক্টোবর ক্রাইস্টচার্চে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। আগামী সপ্তাহেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে পাকিস্তান ক্রিকেট দল। নাসিমের ব্যাপারে পিসিবি জানিয়েছে, বাড়িতে দুই দিনের আইসোলেশন শেষে নিউজিল্যান্ডে যাবেন নাসিম। ক্রিকেট বোর্ডের মেডিকেল পর্যবেক্ষণে থাকবেন ১৯ বছর বয়সী এই পেসার।

বেশ কয়েক দিন ধরেই অসুস্থতায় ভুগছেন নাসিম। করোনা তো হয়েছেই; ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও হন তিনি।

এবারের এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাসিমের। এই সংস্করণে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে পেয়েছেন ৭ উইকেট, বোলিং গড় ২৫.৫৭, ইকোনমি ৮.১৩। ত্রিদেশীয় সিরিজে কমপক্ষে চারটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নাসিম। ৭ ও ১৩ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। আর ৮ ও ১১ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাবর আজমের দল। ফাইনাল নিশ্চিত হলে ১৪ অক্টোবরের ম্যাচেও খেলার সম্ভাবনা রয়েছে নাসিমের।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ