হোম > খেলা > ক্রিকেট

কলকাতা এবার কোন সাকিবকে নিল

ক্রীড়া ডেস্ক

২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি সাকিব আল হাসানের। এবারের নিলামে নিজের নামই রাখেননি বাংলাদেশি অলরাউন্ডার। বাংলাদেশি অধিনায়ককে না পেলেও আজকের নিলাম থেকে তাঁর নামেই আরেক জনকে দলে ভিড়িয়েছে কলকাতা। ‘সাকিব হুসাইন ইজ নাইট’—ফেসবুকে তাঁকে এভাবে পরিচয় করিয়ে দিয়েছে কলকাতা। 

আজ মিনি নিলামে সাকিব হুসাইন নামে এক আনকোরা ক্রিকেটারকে কিনেছে কলকাতা। ভিত্তি মূল্য ২০ লাখ রুপিতে তাঁকে দলে ভিড়িয়ে দুইবারের চ্যাম্পিয়নরা। কিন্তু নতুন এই সাকিবের ঠিকুজি, পরিচয় বিস্তারিত জানতে বেশ কাঠখড়ই পোহাতে হয়েছে নিলামের পর। ভারতীয় বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি এখনো পেরোননি তিনি। তবে ক্রিকেটের ওয়েবসাইটগুলোয়া পাওয়া তথ্যে জানা গেল, বাংলাদেশের সাকিবের মতোই ব্যাটে-বলে সব্যসাচী ১৯ বছর বয়সী ক্রিকেটার। তবে তিনি স্পিনার নন, পেস বোলার। যুব পর্যায়ের এই ভারতীয় খেলোয়াড় অবশ্য এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগ পাননি। 

সম্প্রতি ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুই ম্যাচ সুযোগ পেয়ে নিজের আগমনী বার্তা কিছুটা দিয়েছেন সাকিব। বিহারের হয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে সব মিলিয়ে ৪ উইকেট নিয়েছেন তরুণ এই অলরাউন্ডার। সিনিয়রদের প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভিষেক ম্যাচে অন্ধ্রের বিপক্ষে ২৭ রানে কোনো উইকেট না পেলেও পরে ম্যাচে গুজরাটের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট নেন উদীয়মান এই অলরাউন্ডার। ভারতীয় ক্রিকেটে এখন পর্যন্ত অপরিচিত হলেও এ পারফরম্যান্সেই যে তাঁকে কলকাতায় সুযোগ পেতে সহায়তা করেছে, না বললেও চলে।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন