হোম > খেলা > ক্রিকেট

কুমিল্লার হ্যাটট্রিক শিরোপা আটকাতে বরিশালের প্রয়োজন ১৫৫ রান

ক্রীড়া ডেস্ক

ইনিংসের শুরুতেই দৃশ্যপটে হাজির তিন ক্যারিবিয়ান। একজন বল নিলেন হাতে, আরেকজন ব্যাটিংয়ে, অন্যজনের ক্যাচ। কাইল মায়ার্সের করা ইনিংসের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকানোর পর তৃতীয় বলেই থার্ডম্যান দিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানস ওপেনার সুনীল নারাইন। কিন্তু সেটি তালুবন্দী করতে পারেননি ওবেদ ম্যাককয়। ফরচুন বরিশালের ওয়েস্ট ইন্ডিজ তারকা সেই প্রায়শ্চিত্ত করলেন পঞ্চম বলে। গালিতে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচে ফেরান নারাইনকে (৫)। 

শুরুর সেই ধাক্কাটা কাটাতে চেষ্টা করেছিলেন লিটন দাস (১৬) ও তাওহীদ হৃদয় (১৫)। পরের ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনকে তিন চারে কুমিল্লাকে ১৪ রান এনে দেন দুই বাংলাদেশি ব্যাটার। দুর্দান্ত শুরুর আভাস দিয়ে দুজনেই ফেরেন জেমস ফুলারের বলে। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বসা কুমিল্লাকে টেনে তুলতে পারেননি মিডল অর্ডার ব্যাটার চার্লস জনসনও (১২)। স্বদেশি ম্যাককয়ের বলে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে ক্যাচ দেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।

তার মধ্যে ‘মরার ওপর খাঁড়ার ঘাঁ’ হয়ে আসে মঈন আলীর (৩) রানআউট। সরাসরি থ্রোয়ে ইংলিশ অলরাউন্ডারকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ঠিকই রান জমা হতে থাকে স্কোরবোর্ডে। ১৩ ওভার শেষে কুমিল্লার রান দাঁড়ায় ৫ উইকেটে ৮২ রান। এরপর ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিকের (২০*) সঙ্গে মাহিদুল ইসলাম অংকন ২৯ বলে ৩৬ রানের জুটি গড়ার পথে দলকে পৌঁছে দেন শতরানের ঘরে। অবশ্য টি-টোয়েন্টি ভুলে দুজনে ব্যাট করেন ওয়ানডে মেজাজে। 

সাইফউদ্দিনকে স্কুপ করতে গিয়ে বোল্ড হন মাহিদুল। ৩৫ বলে ২ চার ও ২ ছয়ে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি। মাহিদুলের বিদায়ের পরই শুরু হয় আন্দ্রে রাসেলের ঝড়। ইনিংসের ১৯ তম ওভারে ফুলারকে মারেন তিন ছয়। সেই ওভারে আসে ২১ রান। তবে সাইফউদ্দিনের করা শেষ ওভারে কোনো বাউন্ডারি মারতে মারতে পারেননি। রাসেলকে স্ট্রাইকে দেখেই হয়তো ভড়কে গিয়েছিলেন বরিশাল পেসার। ৩ ওয়াইড ও ১ নো বলে প্রথম বল হতেই দিয়ে দেন ৪ রান। তবে দুর্দান্তভাবে ফিরে এসে সাইফউদ্দিন দুর্দান্ত সব ডেলিভারিতে কুমিল্লাকে বেঁধে রাখেন ৬ উইকেটে ১৫৪ রানে। রাসেল ১৪ বলে ৪ ছয়ে করেন ২৭ রান। স্ট্রাইকরেট ১৯২.৮৫। তার মধ্যে এবারের বিপিএলের সবচেয়ে লম্বা ৯৮ মিটারের ছয়টি মেরেছেন কুমিল্লার ক্যারিবিয়ান অলরাউন্ডার। 

এবার জিতলে টানা তিনটি বিপিএল শিরোপা ঘরে তুলবে কুমিল্লা। সেটি আটকিয়ে প্রথম শিরোপা জিততে বরিশালের দরকার ১৫৫ রান।

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

সেকশন