Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

ট্রফিতে পা রাখার ঘটনা নিয়ে মুখ খুলেছেন মার্শ

ট্রফিতে পা রাখার ঘটনা নিয়ে মুখ খুলেছেন মার্শ

ভারতের স্বপ্ন চুরমার করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যে ট্রফিতে স্বাগতিক খেলোয়াড়ের চুমু এঁকে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ট্রফিতেই কিনা পা তুলে ছবি তুলেছেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান ব্যাটারের এই ছবি পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি।

ট্রফিতে পা তুলে দেওয়ায় ভারতীয় পেসার মোহাম্মদ শামির মতো বর্তমান-সাবেক অনেক ক্রিকেটারই প্রকাশ্যে মার্শের সমালোচনা করেছেন। ভক্ত-সমর্থকেরাও বিষয়টিকে ভালোভাবে নেননি।

এত সব কিছু হলেও এত দিন এ বিষয়ে কোনো কিছু বলেননি মার্শ। অবশেষে চ্যাম্পিয়ন হওয়ার ১১ দিন পর মুখ খুলেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন তিনি। সেন নামে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন ৩২ বছর বয়সী ব্যাটার।

ট্রফিতে পা রাখার ছবির বিষয়ে মার্শ বলেছেন, ‘সততার সঙ্গে বলছি, বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার উদ্দেশ্যে ছবিটি তোলা হয়নি। চিন্তাও করিনি ওই ছবি নিয়ে এত কিছু হতে পারে। সামাজিক মাধ্যমে খুব বেশি কিছু দেখিনি। তবে আমাকে অনেকে জানিয়েছে, ছবিটি ভাইরাল হয়ে গেছে। এর বেশি কিছু না।’

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত