হোম > খেলা > ক্রিকেট

মুমিনুলের নেতৃত্বে ‘এ’ দলে মিঠুন-ইমরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইমরুল কায়েস জাতীয় দলে জায়গা হারিয়েছেন আরও আগে। সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুনও। এ দুজনই ডাক পেয়েছেন এইচপি দলের বিপক্ষে বিসিবির ঘোষিত ‘এ’ দলের স্কোয়াডে। তবে ইমরুলকে রাখা হয়েছে কেবল ওয়ানডে ম্যাচের জন্য। আজ সোমবার মুমিনুল হককে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। 

ইমরুল ও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মিঠুন ছাড়া এই দলে আছেন টেস্ট দলের নিয়মিত মুখ সাদমান ইসলাম। জাতীয় দলে আসা-যাওয়ার মাঝে থাকা সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসাইন শান্তরাও সুযোগ পাচ্ছেন নিজেদের প্রমাণ করার। 

আগামী ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম চার দিনের ম্যাচটি। ২৩ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে হবে ২ অক্টোবর ও ৪ অক্টোবর। 

১৫ সদস্যের ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত, আবু জায়েদ, খালেদ আহমেদ, কামরুল ইসলাম, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস (শুধু ওয়ানডে)।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন