হোম > খেলা > ক্রিকেট

রাহুলের সঙ্গে লক্ষ্ণৌ মালিকের ঝগড়ায় কোনো সমস্যা দেখছেন না ক্লুজনার

ক্রীড়া ডেস্ক

লোকেশ রাহুলের সঙ্গে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ঝগড়া নিয়ে নিয়মিত আলোচনা চলছে। ৮ মে সানরাইজার্স হায়দরাবাদের কাছে লক্ষ্ণৌ বিধ্বস্ত হওয়ার পর প্রকাশ্যে বকাঝকা করেন গোয়েঙ্কা। তবে লক্ষ্ণৌ মালিকের সঙ্গে রাহুলের ঝগড়ার বিষয় নিয়ে চিন্তিত নন দলটির সহকারী কোচ ল্যান্স ক্লুজনার।

কলকাতার কাছে ৯৮ রানে হারের পরের ম্যাচে ১০ উইকেটে হেরে যায় লক্ষ্ণৌ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করে হায়দারাবাদ জেতে ৯.৪ ওভারে। তাতে নেট রানরেটে বাজে অবস্থা হয়ে যায় লক্ষ্ণৌর (-০.৭৬৯)। প্লে অফে ওঠার লড়াইয়ে বেশ কোণঠাসা অবস্থায় থেকে লক্ষ্ণৌ আজ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। ম্যাচের আগে গতকাল রাহুল-গোয়েঙ্কার ঝগড়ার বিষয় নিয়ে প্রশ্ন করা হলে ক্লুজনার বলেন, ‘দুই ক্রিকেট প্রেমীর মধ্যে এমন বলিষ্ঠ আলোচনা নিয়ে কোনো সমস্যা আমি দেখছি না। আমাদের কাছে এটা শুধু চায়ের কাপে ঝড় তোলার মতো ঘটনা। এমন বলিষ্ঠ আলোচনা আমরা পছন্দ করি। আমার মতে এভাবেই একটা দল ভালো করতে পারে। তাই আমাদের কাছে এটা বড় কোনো কিছু নয়।’

৪৬০ রান করে এবারের আইপিএলে এখনো পর্যন্ত লক্ষ্ণৌর সর্বোচ্চ রানসংগ্রাহক রাহুল। তবে এবার তিনি ব্যাটিং করছেন ১৩৬.০৯ স্ট্রাইকরেটে। এবার যেখানে রানের বন্যা বয়ে যাচ্ছে, সেখানে তাঁর এমন স্ট্রাইকরেট আশানুরূপ নয়। তবে ক্লুজনারের মতে রাহুলকে দলের দায়িত্ব বেশি নিতে হচ্ছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি, প্রত্যেকেরই নিজস্ব খেলার ধরন রয়েছে। কেএলের (রাহুল) ভিন্ন এক ধরন রয়েছে। এটাই তাকে দারুণ খেলোয়াড় বানিয়েছে। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে সে অনেক সম্মানিত। আমার মতে এবারের আইপিএল তার জন্য কঠিন হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি। যেটা তাকে তার মতো খেলতে দেয়নি। তার মনে হচ্ছে, তাকেই সবসময় ইনিংস তৈরির দায়িত্ব নিতে হবে।’

আরও পড়ুন:

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন