এক মাস আগেই ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের অবস্থান বারবার পরিবর্তন হচ্ছিল। অন্যান্য দলের জয়-পরাজয়ের ভিত্তিতে কখনো বাংলাদেশের উন্নতি, কখনোবা অবনতি হতে দেখা যায়। এবার বাংলাদেশ নেমে গেল তলানিতে।
চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে আজ। পঞ্চম দিনে গড়ানো এই টেস্টে বাংলাদেশ হেরেছে ১৯২ রানে। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে। তাতে এবারের চক্রে পয়েন্ট টেবিলে অবস্থান ও সাফল্যের হারে অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশের সাফল্যের হার ৩৩.৩৩ থেকে কমে হয়ে গেছে ২৫ শতাংশ। ৪ ম্যাচে ১ জয়ে ১২ পয়েন্ট দলটির। ছয় থেকে সাতে নেমে গেছে। বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রি এখন যৌথভাবে সাতে। প্রোটিয়াদের ম্যাচ সংখ্যা, পয়েন্ট সব একই।
বাংলাদেশকে ধবলধোলাই করে ধাপে ধাপে উন্নতি হয়েছে শ্রীলঙ্কার। সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানে হারিয়ে প্রথমে লঙ্কানরা ৯ নম্বর থেকে ওঠে ছয় নম্বরে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে বিধ্বস্ত করে এবার লঙ্কানরা উঠে এসেছে চার নম্বরে। ৪ ম্যাচে ২ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে চার নম্বরে। লঙ্কানদের সাফল্যের হার ৫০ শতাংশ। এমন অবস্থায় পাকিস্তান চার থেকে পাঁচে নেমে গেছে।
ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড—এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট তালিকায় সেরা তিনে আছে এই দল তিনটি। এখনো পর্যন্ত সর্বোচ্চ ১২ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। অষ্ট্রেলিয়ার পর এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দ্বিতীয় সর্বোচ্চ ১০ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। তবে এবারের চক্রে ১৭.৫০ শতাংশ সাফল্যের হার নিয়ে ইংলিশরা পেছনে পড়ে গেল বাংলাদেশেরও।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল
দল ম্যাচ পয়েন্ট সাফল্যের হার (শতকরা হিসেব)
ভারত ৯ ৭৪ ৬৮.৫১
অস্ট্রেলিয়া ১২ ৯০ ৬২.৫
নিউজিল্যান্ড ৬ ৩৬ ৫০
শ্রীলঙ্কা ৪ ২৪ ৫০
পাকিস্তান ৫ ২২ ৩৬.৬৬
ওয়েস্ট ইন্ডিজ ৪ ১৬ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ৪ ১২ ২৫
বাংলাদেশ ৪ ১২ ২৫
ইংল্যান্ড ১০ ২১ ১৭.৫
* ২০২৪ এর ৩ এপ্রিল বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের পর হালনাগাদ করা