ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
দিনের শুরুতে শুধু জশুয়াকে নয় আলজারি জোসেফকেও (৪) ফিরিয়েছেন হাসান। নিজের পরের ওভারের দ্বিতীয় বলে জোসেফ ক্যাচ দেন জাকির হাসানের হাতে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৬.৫ ওভারে ৭ উইকেটে ২৬১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে আছেন গ্রিভস (১৮) ও কেমার রোচ (০)। টসে হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়রা
গতকাল প্রথম দিন পার করেছিল ৫ উইকেটে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে। আগের দিন ২ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন ১টি করে উইকেট।