হোম > খেলা > ক্রিকেট

হেডের রেকর্ড ভেঙে কিউই ক্রিকেটারের দ্রুততম ডাবল সেঞ্চুরি

গত বছরের সেপ্টেম্বরে নিজের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চ্যাড বয়েস। ওয়ানডে বিশ্বকাপের আগে মিরপুরে বাংলাদেশের বাংলাদেশ সফরে খেলেছিলেন ওয়ানডে সিরিজে। তবে টানা ব্যর্থ হওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট দলের নির্বাচকদের সুনজরে আসতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার।

অবশ্য উদ্যম হারাননি ৩২ বছর বয়সী বয়েসও। নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের শততম ম্যাচটি রাঙালেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরিতে। ১০৩ বলে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি করে এলোমেলো করে দিয়েছেন রেকর্ড বই।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্য ফোর্ড ট্রফিতে ওটাগোর বিপক্ষে ১১০ বলে ২০৫ রানের অসাধারণ এক ইনিংসটি খেলেছেন ক্যান্টারবুরির বয়েস। ৯ উইকেটে দল পায় ৩৪৩ রানের বড় সংগ্রহ। ১০৩ বলে বয়েস ছুঁলেন ২০০ রান। ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ড ছিল ১১৪ বলে। যৌথভাবে যেটি অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসান করেছিলেন।

৩৪৪ রানে লক্ষ্য তাড়ায় নেমে ২৪.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় ওটাগো। ২৪০ রানের বড় জয় পেল ক্যান্টারবুরি। ফোর্ড ট্রফিতে নিজেদের প্রথম দুই ম্যাচেই তুলে নিল দারুণ দুই জয়। ওয়েলিংটনের বিপক্ষে প্রথম ম্যাচেও ৪৮ রানের কার্যকর এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বয়েস।

আজ ২৭টি চার ও ৭টি ছক্কায় বয়েস খেলেছেন ২০৫ রানের ইনিংস। ২০২১ সালে অ্যাডিলেডে কুইন্সল্যান্ডের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ১২৭ বলে ২৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন হেড। ১১৪ বলে পৌঁছান দুই শতে। হেড ভেঙে ছিলেন নিজেরই রেকর্ড। তার আগে ২০১৫ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ করেছিলেন ১১৭ বলে।

২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলের বিপক্ষে তামিলনাড়ুর হয়ে ১৪১ বলে ২৭৭ রানের অসাধারণ এক ইনিংসে খেলেছেন ভারতের জাগাদিসান। এই উইকেটরক্ষক-ব্যাটারও ১১৪ বলে করেন ডাবল সেঞ্চুরি।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল