হোম > খেলা > ক্রিকেট

ফাইনালের মঞ্চে কেন আয়োজক পাকিস্তানের কেউ নেই, ক্ষোভ শোয়েবের

ক্রীড়া ডেস্ক    

ফাইনালে পাকিস্তানের কাউকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব আখতার। ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের ঘটনা-ব্যতিক্রম কিছু দেখলে শোয়েব আখতার চুপ করে থাকার পাত্র নন। সামাজিক মাধ্যমে সেটা নিয়ে তিনি তাঁর মন্তব্য প্রকাশ করে থাকেন। এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কোনো প্রতিনিধি না দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ’রাওয়ালপিন্ডি এক্সপ্রস’।

হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি গত রাতে শেষ হয়েছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। ফাইনালের মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না দেখে শোয়েব রীতিমতো বিস্মিত। কারণ, টুর্নামেন্টের আয়োজক তো পাকিস্তান। অথচ সেখানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি। ফাইনালের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিওতে শোয়েব বলেছেন, ’ভারত চ্যাম্পিয়নস ট্রফি জিতছে। কিন্তু আমি দেখলাম সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি নেই।পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করছিল। আমি সেটা বুঝতেই পারছি না।’

ফাইনালের মঞ্চে পিসিবির কাউকে না দেখাটা শোয়েবের কাছে খুব অপমানের মনে হচ্ছে। পাকিস্তানি তারকা এই পেসার বলেন, ’ট্রফিটা দেওয়ার জন্য কেন কেউ নেই সেখানে? এটা তো অবশ্যই চিন্তার ব্যাপার। এখানে তো থাকা উচিত ছিল। এমনটা দেখে নিজেরই খুব খারাপ লাগছে।’

নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে গত রাতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল