হোম > খেলা > ক্রিকেট

মিরাজকে নিয়ে রোহিত কেন গর্ব বোধ করছেন

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে ঝলক দেখালেও ব্যাটিংয়ে ব্যর্থ। তবু বাংলাদেশের এই অলরাউন্ডারকে নিয়ে গর্বিত রোহিত শর্মা।

মিরাজকে নিয়ে রোহিতের গর্ব করার কারণ অবশ্য টেস্ট সিরিজের পারফরম্যান্স নয়। ইমরুল কায়েস-মিরাজের স্বপ্নের প্রতিষ্ঠান ‘এমকেএস স্পোর্টস’-এর একটি ব্যাট গতকাল রোহিতকে উপহার দেওয়া হয়েছে। কানপুরের হোটেল ল্যান্ডমার্কে ব্যাট উপহার দেওয়ার সময় রোহিত-কোহলির মধ্যে কী কথাবার্তা হয়েছিল, সেটা আজ সন্ধ্যায় পোস্ট করেছেন ইমরুল। ভিডিওতে রোহিতকে বলতে শোনা যায়,‘সে (মিরাজ) অনেক দারুণ ক্রিকেটার। আমি তাকে নিয়ে গর্বিত। সে তার নিজের ব্যাটের ব্যবসা শুরু করেছে। আমি তাকে শুভকামনা জানাই। সৃষ্টিকর্তা তাকে সফল হতে সাহায্য করুন, এই প্রার্থনা। আশা করি, একদিন তার কোম্পানি সব কিছুকে ছাপিয়ে যাবে।’

রোহিতকে ব্যাট উপহার দেওয়ার ভিডিও পোস্ট হওয়ার পরই মজা করতে শুরু করেছেন নেটিজেনরা। ইমরুলের পোস্টে কেউ একজন মন্তব্য করেছেন, ‘কী লাভ এত দামের ব্যাট দিয়ে।সে (রোহিত) তো আর এটা দিয়ে খেলবেন না।’ অনেকে আবার  মিরাজকে শুভকামনা জানিয়েছেন। কেউ আবার মিরাজের থেকে ব্যাট উপহারও চেয়েছেন।

এ বছরের শুরুতে যে বিপিএল হয়েছিল, সেই টুর্নামেন্টের মাঝপথেই ইমরুল-মিরাজের ‘এমকেএস’ স্পোর্টসের পথচলা শুরু। ঢাকার কোনো এক হোটেলে ৫ ফেব্রুয়ারি এই কোম্পানির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল তারার হাট। এসেছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামসহ দেশের অনেক তারকা ক্রিকেটার। অনুষ্ঠানে ছিলেন তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস