Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

লখনৌর উইকেট নিয়ে যা বললেন ভারতের বোলিং কোচ

ক্রীড়া ডেস্ক

লখনৌর উইকেট নিয়ে যা বললেন ভারতের বোলিং কোচ

লখনৌতে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে লো-স্কোরিং থ্রিলারে নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরেছে ভারত। ৬ উইকেটে পাওয়া জয়ের ম্যাচে ভারতকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। লখনৌর পিচ তাই এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতের বোলিং কোচ পরশ মামব্রের মতে, পিচের ব্যাপারে সবকিছু কিউরেটরই জানেন। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান করে কিউইরা। ১০০ এর লক্ষ্য ভারত তাড়া করেছে ১৯.৫ ওভারে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিচ নিয়ে পরশ বলেন, ‘পিচের ব্যাপারে উত্তর দিতে কিউরেটরই যোগ্য ব্যক্তি। জানতাম যে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে এবং সৌভাগ্যক্রমে ম্যাচটা আমরাই জিতেছি। ১২০-১৩০ এর মতো রান হলে চ্যালেঞ্জিং হতো। আমরা ৯৯ তে তাদের আটকে রেখেছি এবং লক্ষ্যটা সহজলভ্য ছিল।’ 

পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন হার্দিক পান্ডিয়াও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘উইকেট মোটেও ভালো ছিল না। আমাদের আরও ভালো পিচ খুঁজতে হবে।’ 

এর আগে রাঁচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর গতকাল ৬ উইকেটে জিতে সমতায় ফেরে ভারত। ১ ফেব্রুয়ারী আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি।

ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

কোহলি-রোহিতদের জন্য আইপিএলেও কড়া নিয়ম

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

রোহিতকে ‘মোটা’ বলায় খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

জ্যোতির ৮০ রানের ইনিংসের দিনে পুলিশের বাজে হার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে ভারতের লক্ষ্য ২৬৫

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক, বাদ বাবর-রিজওয়ান

ভারতীয় ক্রিকেটারদের হঠাৎ কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিউজিল্যান্ড ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বড় দুশ্চিন্তা