ক্রীড়া ডেস্ক
মাত্র ৫২ বছর বয়সে অন্যলোকে চলে গেছেন কিংবদন্তি শেন ওয়ার্ন। তবে নিজের কীর্তির জন্য তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। যেমনটি আছেন ক্রিকেটের আরেক কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের হৃদয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট পাওয়া মুরালিধরন বলেছেন, ‘আমার চেয়ে ওয়ার্ন ভালো ছিল।’
তর্কাতীতভাবে ক্রিকেটের সেরা দুই স্পিনার ওয়ার্ন ও মুরালিধরন। বোলিংয়ের বৈচিত্র্য তো অবশ্যই, পরিসংখ্যানও তাদের পক্ষে কথা বলে। লেগ স্পিনের জাদুকর ওয়ার্নের চেয়ে অনেক বেশি উইকেট সংখ্যায় এগিয়ে থাকলেও শ্রীলঙ্কান অফ স্পিনার মুরালি জানিয়েছেন, তাঁর চেয়ে ওয়ার্ন অনেক ভালো ছিলেন। ভারতে লিজেন্ডস লিগের দ্বিতীয় সংস্করণে খেলতে এসে এমন সরল স্বীকারোক্তি দিয়েছেন তিনি। টেস্টে ৮০০ উইকেটের মালিক মুরালি বলেছেন, ‘আমি মনে করি সে আমার চেয়ে ভালো। যখন আমি খেলছিলাম, তখন তার দিকে তাকিয়েছিলাম এবং তার থেকে কিছু শিখেছিলাম। আমরা সবাই তাকে মিস করি।’
থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে এ বছরের ৪ মার্চ হার্ট অ্যাটাকে মারা যান ওয়ার্ন। টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেট নিয়েছেন তিনি। আর ওয়ানডেতে নিয়েছেন ২৯৩ উইকেট।