হোম > খেলা > ক্রিকেট

সিদ্ধান্ত পাল্টে যেভাবে সফল হলেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যান্টিগার উইকেট সাধারণত পেসারদের দিকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। প্রথম ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটের সবকটিই নেন ওয়েস্ট পেসাররা। এমন উইকেটেও বাংলাদেশের সেরা বোলার একজন স্পিনার। সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

তবে শুরুটা কিন্তু ভালো ছিল না মিরাজের। প্রথম ১৬ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। সবকটি উইকেটই নিয়েছেন ৬.৫ ওভারের শেষ স্পেলে। উইকেটের জন্য বোলিং করতে গিয়ে শুরুতে জট পাকিয়েছেন বলে মনে করেন তিনি। দিনের সেরা বোলার হিসেবে ম্যাচ-পরবর্তী আলোচনায় মিরাজ বলেন, 'উইকেট কিছুটা ধীরগতির ছিল। এই উইকেটে একই জায়গায় বল করে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। এতে ব্যাটার আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি তখন ডট বল করতে মনোযোগ দিই। প্রথম ২-৩ স্পেলে আমি উইকেটের জন্য বল করেছি। এটাই সমস্যা হয়েছিল।'

রান আটকে চাপে রাখার কৌশলই উইকেট পেতে সহায়তা করেছে বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, 'এরপর আমি রান আটকানোর চেষ্টা করি। ওভারপ্রতি আড়াই রানের মতো দিলে সুযোগ আসবে বলে মনে করেছিলাম। এমনটাই হয়েছে। প্রথম ২-৩ টা স্পেলে হতাশ ছিলাম। বোলিং ভালো হচ্ছিল না। ঠিক জায়গায় করতে পারছিলাম না। মানসিকভাবে স্থির থাকা জরুরী ছিল। মুমিনুল ও তাইজুল আমাকে দারুণ সমর্থন দিয়েছে। তাদের দুজনকে ধন্যবাদ দিতে চাই।'

প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৬২ রানে এগিয়ে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এর মধ্যে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। রান তুলেছে ৫০। ক্যারিবিয়ানদের চেয়ে এখনো পিছিয়ে ১১২ রানে। তৃতীয় দিন দলের পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, 'ব্যাটারদের দিকে তাকিয়ে আছি। যদি দুইটা শত রানের জুটি হয়, দুইজন ব্যাটার ৭০ করে রান পায়। সুযোগ আমাদেরও আছে। আমাদের লক্ষ্য আগামীকাল (আজ) পুরো দিন ব্যাট করা। ভালো ব্যাট করলে সুযোগ থাকবে।'

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ